Mamata Banerjee Health Live Update : 'পিছন থেকে ধাক্কা, পড়ে যান মমতা', জানালেন এসএসকেএম অধিকর্তা
এই সময় | ১৫ মার্চ ২০২৪
গুরুতর আহত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে তড়িঘড়ি SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়।মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা প্রসঙ্গে তাঁর ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, 'চারটে স্টিচ হয়েছে। আপাতত স্টেবল রয়েছেন। কী ভাবে আঘাত ঠিক বলতে পারছি না। কিছু একটা ধাক্কা লেগেছে বলে শুনতে পাচ্ছি।'মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য গড়া হয়েছে মেডিক্যাল টিমমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঠিক কী বলা হয়েছে SSKM-এর মেডিক্যাল বুলেটিনে?SSKM হাসপাতালের তরফে সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ৭.৩০ নাগাদ জানান আঘাত লাগার বিষয়ে। তাঁকে পেছন থেকে ধাক্কা দেওয়ার কারণে পড়ে যান বলে খবর। তাঁর কপালে এবং নাকে আঘাত লাগে এবং সেখান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে তাঁকে SSKM-এর নিউরোসার্জারির বিভাগীয় প্রধান, মেডিসিনের বিভাগের প্রধান এবং কার্ডিওলজিস্ট পরীক্ষা করেন। তাঁর কপালে তিনটি স্টিচ করা হয়েছে এবং নাকে এক স্টিচ করা হয়েছে। ড্রেসিং করা হয় তাঁর। ECG, ইকো কার্ডিওগ্রাম, ডপলার এবং সিটি স্ক্যান করা হয়েছে। তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণের জন্য রাখার পরামর্শ দেওয়া হলেও তিনি বাড়ি যেতে চান। তাঁকে চিকিৎসকদের টিমের পরামর্শ মোতাবেক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে
পেছন থেকে ধাক্কা লেগে পড়ে যান মমতা: SSKM হাসপাতাল সুপার
কপালে চোট পেয়েছেন তিনি। তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চারটি সেলাই পড়েছে। SSKM থেকে চিকিৎক দল এসে তাঁর বাড়িতে দেখে যাবেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বহু মানুষ। জানা গিয়েছে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
এদিন SSKM হাসপাতালের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, তাঁর নাকে একটি এবং কপালে তিনটি সেলাই পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসকরা হাসপাতালে থাকার পরামর্শ দিলেও তিনি বাড়ি যেতে চেয়েছিলেন। এরপরই তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়।