Mamata Banerjee SSKM : ‘মাথা ঘুরে পড়লে ধাক্কা দেওয়ার অনুভূতি হতে পারে’, মমতার বুলেটিনের ব্যাখ্যা SSKM কর্তার
এই সময় | ১৫ মার্চ ২০২৪
গুরুতর দুর্ঘটনার শিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর কপালে গভীর ক্ষত দেখে বৃহস্পতিবার রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন সকলে। তাঁর কপালে তিনটি এবং নাকে একটি সেলাই দিতে হয়। এদিকে এদিন রাতে SSKM অধিকর্তা মণিময় বন্দ্য়োপাধ্যায় মেডিক্যাল বুলেটিনে বলেন, 'নিজের বাড়িতে পিছন থেকে ধাক্কায় (পুশ ফ্রম বিহাইন্ড)-এ মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যান। তাঁর কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে।' এই নিয়ে চর্চার মধ্যেই এবার নিজের মন্তব্যের ব্য়াখ্যা দিলেন মণিময়।তিনি বলেন, ‘ হাসপাতালে নিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের একাংশকে বলেন, পিছন থেকে ধাক্কা অনুভব করেন তিনি এবং পড়ে যান।' তিনি আরও দাবি করেন, 'যদি মাথা ঘুরে কেউ পড়ে যান সেক্ষেত্রে এই রকম পুশ ফ্রম বিহাইন্ড বা পিছন থেকে ধাক্কা দেওয়ার অনুভূতি হতে পারে। মুখ্যমন্ত্রী সেই সময় হয়তো বলতে চেয়েছিলেন পড়ে যাওয়ার সময় তাঁর পিছন থেকে ধাক্কা অনুভূত হয়।' তাঁর সংযোজন, 'এর মানে নয় যে কেউ তাঁকে ধাক্কা দেয়।'
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূও জানান, ঠিক কী ঘটেছে তা আমার কাছে স্পষ্ট নয়। তবে শুনেছি পেছন থেকে ধাক্কা লেগেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেখেছেন সার্জারি বিভাগের চিকিৎসক গৌতম দাস, নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক শুভাশিস ঘোষ, নিউরোমেডিসিন বিভাগের চিকিৎসক বিমানকান্তি রায়। এছাড়াও শ্যামাসিক বন্দ্যোপাধ্যায়ও তাঁকে দেখেন। শুক্রবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
তাঁকে চিকিৎসকরা হাসপাতালে রাখার পরামর্শ দিলেও বাড়ি যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাতেই তাঁকে বাড়ি নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কাজরি বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলাকালীন তাঁর সঙ্গে সর্বক্ষণ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার খবর শুনে উদ্বেগে তাঁর অনুগামী, সমর্থক তথা রাজ্যবাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধী। দুই জনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। অন্যদিকে, রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
আপাতত বাড়িতে থাকলেও মমতা বন্দ্য়োপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, তাঁর শারারিক অবস্থা স্থিতিশীল। মুখ্যমন্ত্রীর জন্য জেলায় জেলায় প্রার্থনা করতে দেখা যাচ্ছে তাঁর সমর্থকদের। দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন, এমনই কামনা করছেন সকলে।