• B S Yediyurappa : নাবালিকাকে যৌন নিগৃহের অভিযোগ, কর্নাটকের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো মামলা
    এই সময় | ১৫ মার্চ ২০২৪
  • সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বড়সড় অভিযোগ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। প্রবীণ এই BJP নেতার বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে। এই নিয়ে শুক্রবারই তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ব্যাঙ্গালুরু সদাশিবনগর থানায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে POCSO ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য ৮১ বছর বয়সী ইয়েদুরাপ্পা একাধিকবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন।কী অভিযোগ?সদাশিবনগর থানায় ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন ওই নাবালিকার মা। তাঁর দাবি, ১৭ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করেছেন ইয়েদুরাপ্পা। ওই মহিলার অভিযোগ, একটি বিষয়ে সাহায্যের জন্য তিনি তাঁর মেয়ে নিয়ে গিয়েছিলেন ইয়েদুরাপ্পার কাছে। তখনই তাঁর মেয়েকে যৌন নিগ্রহ করেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই ঘটনা ঘটে গত মাসের ২ তারিখে। ইয়েদুরাপ্পা তাঁর মেয়ের সঙ্গে কথা বলার জন্য তাকে আলাদা একটি ঘরে নিয়ে যান। সেখানেই তাকে যৌন নিগ্রহ করার হয়। এই নিয়ে পুলিশ বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে POCSO-এর ৮ নম্বর ধারায় মামলা দায়ের করেছে। এছাড়াও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ ধারাতেও মামলা করা হয়েছে।

    রাজনৈতিক চাপানউতরএর পরেই কর্নাটকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বা মন্তব্য করেননি ইয়েদুরাপ্পা। তবে, সেখানের BJPর দাবি, এটা মিথ্যা একটা অভিযোগ। নির্বাচনের ঠিক আগে ইয়েদুরাপ্পা এবং ভারতীয় জনতা পার্টিকে হেয় করতেই এই মিথ্যা মামলা করা হয়েছে। তাঁদের প্রশ্ন, 'যদি গত মাসেই এই ঘটনা হয়ে থাকে তাহলে তখনই এই নিয়ে অভিযোগ করা হয়নি কেন? ওই মহিলার বয়ান অনুসারে গত মাসে এই নিগ্রহ করা হয়। তার এক মাসের বেশি সময় পরে এই নিয়ে অভিযোগ করার পিছনে যে রাজনৈতিক খারাপ অভিসন্ধি আছে সেটা পরিষ্কার।' তবে এই নিয়ে ইয়েদুরাপ্পাকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। তাদের দাবি, BJPর নেতাদের আসল চরিত্র ফুটে উঠতে শুরু করেছে। সেখানের অনেক BJP নেতাই এই রকম যৌন নিগ্রহের ঘটনার সঙ্গে জড়িত। এমনকি দলের মহিলা কর্মীরাও তাঁদের হাতে নিগৃহীত হয়েছেন। কিন্তু কেউ সাহস করে এই নিয়ে প্রতিবাদ করতে বা অভিযোগ জানাতে পারছেন না।
  • Link to this news (এই সময়)