• দোলে ঝেঁপে বৃষ্টি! আমূল বদল আবহাওয়ার
    এই সময় | ১৫ মার্চ ২০২৪
  • ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। দোলের আগেই তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। এরই মধ্যে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃহস্পতি, শনি এবং মঙ্গলবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    শুক্রবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকতে পারে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। শনি এবং রবিবার অর্থাৎ সপ্তাহান্তে কলকাতায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার অপেক্ষাকৃত বাড়বে বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াল, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সঙ্গে পুবালি হাওয়ার সংঘর্ষে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরী হতে পারে।

    শুক্রবার সামান্য বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।

    রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টি সামান্য কমলেও ১৯ মার্চ মঙ্গলবার ফের বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

    কলকাতাতেও এদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। সেখানে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা।
  • Link to this news (এই সময়)