• Calcutta High Court News : ‘আদালতের নির্দেশ কি খেলার জিনিস?’ কলকাতা পুলিশকে চরম ভর্ৎসনা হাইকোর্টের
    এই সময় | ১৫ মার্চ ২০২৪
  • কলকাতা পুলিশকে চরম ভর্ৎসনা হাইকোর্টের। পুলিশ কমিশনারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। একটি মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশকে কিছু সিসিটিভি ফুটেজ দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশে মান্যতা না দেওয়ার জন্যেই ভর্ৎসনা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার।এদিন সংশ্লিষ্ট মামলার শুনানিতে বিচারপতি বলেন, হাইকোর্টের অর্ডার কি খেলার জিনিস? পুলিশ কি মনে করছে? হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে? কিন্তু পুলিশ যদি ভাবে কোর্ট অর্ডার না মানলেও চলবে, তাহলে ভুল করছে। কেন আদালত অবমাননার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেব না? আদালত অবমাননার মামলায় কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকায় চরম ক্ষুব্ধ বিচারপতি রাজা শেখর মান্থার এই পর্যবেক্ষণ।

    মামলাকারী পঙ্কজ কুমার দুগার আদালতের দারস্থ হয়েছিলেন। একটি মামলার পরিপ্রেক্ষিতে ১৮ জুন ২০২২ এ তার মোবাইলের টাওয়ার লোকেশন যাতে তার মোবাইল সংস্থা দেয় তার জন্য কমিশনারকে নির্দেশ দেওয়ার আবেদন জানান তিনি। একই সঙ্গে ওই দিন আলিপুর পুলিশ কোর্ট থেকে হাজারা ক্রসিং ও কালিঘাট ফায়ার স্টেশন পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদন জানান।

    আদালত পুলিশ কমিশনারকে যাবতীয় ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেয়। ওই মোবাইল সংস্থা সংক্রান্ত আবেদনের তথ্য নিয়ে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশের পরেও কাজ হয়নি। উল্টে পুলিশ কমিশনারের হয়ে কালিঘাট থানার ওসি রিপোর্ট দেয় আদালতকে। এরই পরিপ্রেক্ষিতে আগামী শুনানিতে কলকাতা পুলিশ কমিশনারকে ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত ক্ষুব্ধ পুলিশ কমিশনারের হয়ে কালিঘাট থানার ওসি রিপোর্ট দেওয়ায়। আদালতের বক্তব্য, পুলিশ কোর্টের অর্ডার নিয়ে ছেলেখেলা করছে। আদালতের সতর্কতা, ‘ভুলে যাবেন না, হাইকোর্টের ক্ষমতা।’ আগামী ২২ মার্চ পরবর্তী শুনানি। ওইদিন সিপিকে তলব ভার্চুয়াল মাধ্যমে।

    উল্লেখ্য, এর আগেও একাধিক মামলায় কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে আদালতের রোষের মুখে পড়তে দেখা গিয়েছে। রাজনৈতিক মামলা থেকে শুরু করে অন্য কোনও অপরাধ সংক্রান্ত মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। কয়েকদিন আগেই এক আইনজীবীর রহস্যমৃত্যুর মামলায় পুলিশকে ভর্ৎসনা শুনতে হয়। তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। ফের একটি মামলায় কলকাতা পুলিশকে হাইকোর্টের। প্রবল রোষের মুখে পড়তে হল।
  • Link to this news (এই সময়)