Iftar Timing Today : খুশির ইদের অপেক্ষায় একমাস ধরে রোজা পালন, শনিবার কলকাতায় সেহরি ও ইফতার কখন?
এই সময় | ১৫ মার্চ ২০২৪
রমজান ইসলামিক ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র মাস। খুশির ইদের অপেক্ষায় এই একমাস ধরে কঠোর সংযম পালন করেন মুসলিম ধর্মাবলম্বীরা। একমাস ধরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন তারা। নির্জলা উপোস করে আল্লাহর প্রার্থনা করেন। সকাল এবং সন্ধ্যায় পালিত হয় যথাক্রমে সেহরি ও ইফতার।১৫ মার্চ কোন শহরে কখন ইফতার?শহরইফতারের সময়দিল্লিসন্ধ্যা ৬টা ৩২ মিনিটবেঙ্গালুরুসন্ধ্যা ৬টা ৩৪ মিনিটমুম্বইসন্ধ্যা ৬টা ৩৪ মিনিটলখনউসন্ধ্যা ৬টা ৪৮ মিনিটচেন্নাইসন্ধ্যা ৬টা ২০ মিনিটহায়দরাবাদসন্ধ্যা ৬টা ৩৬ মিনিটকানপুরসন্ধ্যা ৬টা ৪৮ মিনিটসুরাটসন্ধ্যা ৬টা ৪৯ মিনিটপুনেসন্ধ্যা ৬টা ৪৮ মিনিটআহমেদাবাদসন্ধ্যা ৬টা ৫০ মিনিট
শনিবার কলকাতায় সেহরি ও ইফতারের সময়সেহরিইফতারশনিবার কলকাতায় সেহরি ৪টে ২৫ মিনিটেশনিবার কলকাতায় ইফতার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটশনিবার শিলিগুড়িতে সেহরি ও ইফতারের সময়সেহরিইফতারশনিবার শিলিগুড়িতে সেহরি ৪টে ২৭ মিনিটেশনিবার শিলিগুড়িতে ইফতার সন্ধ্যা ৫টা ৫১ মিনিটসূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পালিত হয় রোজা। এই সময় পানাহার থেকে বিরত থাকেন মুসলিমরা। সকালে যে খাবার খেয়ে রোজার উপোস শুরু হয় সেটিকে বলা হয় সেহরি। এরপর যে খাবার খেয়ে উপবাস ভঙ্গ করা হয় তাকে বলে ইফতার। রমজান মাসে সুষম আহার খাবার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইফতারের সময় বেশি ভাজা কিম্বা তেলের জিনিস খাওয়া থেকে দূরে থাকার কথা বলা হচ্ছে। এছাড়াও সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ারও পরামর্শ দিয়েছে WHO।
ভারতে ১২ মার্চ রোজা শুরু হলেও সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের দেশগুলিতে একদিন আগে অর্থাৎ গত ১২ মার্চ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই রমজান মাসেই কড়া নির্দেশ এল সৌদি আরবের বাদশাহ সলমানের তরফে। জানা গিয়েছে, রমজান মাসের সুযোগ নিয়ে যারা ভিক্ষা চান তাদের জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। গরিবদের সাহায্যের নামে যারা রমজান মাসের সুযোগ নিয়ে টাকা দাবি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন বাদশাহ সলমান। অনুদান, চাঁদা নিয়েও সতর্ক করেছে সৌদি আরব প্রশাসন।