• সাজানো সাম্রাজ্য ছেড়ে স্বপ্ন পূরণের রেসে আজকের 'মিলেনিয়র ব্রিগেড', 'মন কি কাজ'-এর নতুন যুগ শুরু?
    এই সময় | ১৫ মার্চ ২০২৪
  • সাজানো 'সাম্রাজ্য' পেয়েছেন রাজকন্যা-রাজকুমার। কিন্তু, রাজ্যপাটের থেকেও তাঁদের মন অনেক বেশি পড়ে বাঁশির সুরে, ঘোড়ার গতিতে, কেউ বা ভালোবাসেন কাদা মাটি থেকে সুন্দর শো পিস তৈরি করতে। নিউ এজ মিলিওনেয়ারদের একটা খোলা আকাশ দিচ্ছে তাঁদের পরিবার। অনন্যা বিড়লা, আর্যমন, বিল গেটস কন্যা -তালিকাটা অনেক দীর্ঘ। অনেকে পারিবারিক ব্যবসা এবং স্বপ্ন- জোড়া ময়দানেই ছক্কা হাঁকাচ্ছেন।'ইটি কর্পোরেট অ্যাওয়ার্ডস'-এ 'হোস্ট'-এর ভূমিকায় দেখা গিয়েছে অনন্যা বিড়লাকে। দেশের অন্যতম ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি। কিন্তু, নিজের চিন্তাভাবনা, ভালোলাগা, ভাবনা এবং কাজের পরিসর বাড়িয়েছেন এই কন্যা। মিউজিকের প্রতি তাঁর ভালোবাসাকে ভালোবেসেছে এবং লালন পালন করতে দিয়েছে তাঁর পরিবারও।

    ব্যবসায়ী পরিবারের সন্তানদের নিজেদের ‘সাম্রাজ্য’-এ মনোনিবেশ করতে দেখা গিয়েছে অতীতে। কিন্তু, সেই ধারনা ধীরে ধীরে বদলাচ্ছেন দুনিয়ার মিলিওনেয়াররা। অনন্যা যেমন মিউজিককে মন দিয়েছেন, তেমনই তাঁর ভাই আর্যমন একজন ক্রিকেটার। মধ্য প্রদেশের হয়ে রঞ্জি ট্রফিও খেলেছেন তিনি। নিজের ইচ্ছের অলিগলিতে হেঁটে কেরিয়ারের আল্টিমেট ডেস্টিনেশনে পৌঁছনোর সুযোগ সকলের হয় না। ‘থ্রি ইডিয়ট’-এর ওই দৃশ্যটা মনে আছে!

    রাজু রাস্তোগি আটকে ছিলেন তাঁর ‘বোনের বিয়ে, মায়ের শাড়ি, বাবার ওষুধের’ জাঁতাকলে। এতো গেল আর্থিক প্রতিবন্ধকতা। অনেক বাবা-মা চান তাঁদের সন্তান যেন তাঁদের পেশাকেই আপন করে নেন। কিন্তু, ধনী পরিবারগুলির ক্ষেত্রে তাঁদের সন্তানদের ‘কেরিয়ার অপশন’ দেওয়ার সুযোগ থাকে। সেক্ষেত্রে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে বা তাঁদের ব্যবসার সুতো সন্তানদের হাতে ধরিয়ে দেওয়াটা…পাঠকের উপরেই ছাড়া যাক।

    তবে যদি কোনও ব্যবসায়ীর সন্তান ব্যবসায়ী হতে চান এক্ষেত্রে কোনও সমস্যা থাকার কথা নয়। কিন্তু, তাঁরা যদি পথ বদলে নিয়ে চান…

    বর্তমান সময়ে অবশ্য মিলিওনেয়ার বাবা-মায়ের মনে হাওয়া-বাতাস-আলো চলাচল করছে। স্বপ্নপূরণে তাঁরা সন্তানদের পাশে দাঁড়াচ্ছেন। রাহুল বাজাজের নাতি এরিয়াল অ্যাক্রোবেটিক-কে আপন করে নিয়েছেন। প্রযোজক বিধু বিনোদ চোপড়ার সন্তান একজন ক্রিকেটার। বিল গেটস কন্যা ঘোড়সওয়ারিতে পারদর্শী।

    অর্থাৎ অনেকেই বাবা-মায়ের সাজানো সাম্রাজ্য ছেড়ে নিজের জন্য গড়ে তুলছেন মজবুত জগৎ যেখানে তাঁদের স্বপ্নরা ধীরে ধীরে বাস্তবের রূপ পাচ্ছে। যে সমস্ত বাবা-মা বা পরিবাররের কাছে আর্থিক স্বাচ্ছন্দ্য রয়েছে তাঁদের সন্তানদের স্বপ্ন লালন-পালন করা উচিত। খলিল জিবরান বলেছিলেন, 'তোমার সন্তানরা তোমার নয়...'। অর্থাৎ নিজেদের ইচ্ছের ঘূর্ণিপাকে সন্তানদের জীবনে সাইক্লোন না আনলেও বোধহয় চলে। হয়তো তাঁরা নোনা বালির তীর ধরে এগিয়ে যেতে চান ডেস্টিনেশনের দিকে। কারও বা স্যুইমিং পুলের ক্লোরিন গোলা জল বেশি ভালো লাগে।
  • Link to this news (এই সময়)