• 18th Lok Sabha Election Date : অপেক্ষার অবসান, লোকসভা ভোটের দিনক্ষণ কবে ঘোষণা? জানাল নির্বাচন কমিশন
    এই সময় | ১৫ মার্চ ২০২৪
  • জল্পনার অবসান ঘটবে শনিবার দুপুর ৩টে নাগাদ। ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। শুক্রবার একটি বিবৃতি দিয়ে এমনটাই ঘোষণা করা হয়েছে।

    শনিবার দুপুর ৩টে নাগাদ দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করবে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই ১৮তম সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলিতে লাইভ স্ট্রিম করা হবে এই সাংবাদিক বৈঠক। এমনটাই জানিয়েছে কমিশন।

    উল্লেখ্য, অরুণ গোয়েলের আচমকা ইস্তফার পর নির্বাচন কমিশনারের দু'টি পদই খালি হয়ে যায়। ফুল বেঞ্চে ছিলেন কেবলমাত্র মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। প্রশ্ন উঠেছিল তবে কি একলা রাজীব কুমারের পক্ষে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা থেকে শুরু করে ভোটের সম্পূর্ণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? প্রক্রিয়ায় শূন্যপদ কোনও বাধা হওয়ার কারণ নয়, তা অবশ্য আগেই স্পষ্ট হয়েছিল। যদিও নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে বৃহস্পতিবারই দুই নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করে কেন্দ্র। দুই কমিশনার বাছাই করতে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচনী কমিটি বৈঠকে বসে দিল্লিতে। নয়া দুই নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার নিয়োগের পর শুক্রবারই দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে পৌঁছে নিজেদের দায়িত্ব গ্রহণ করেন জ্ঞানেশ কুমার এবং এসএস সান্ধু। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পূর্ণ হতেই এরপর লোকসভা ভোটের দিন ঘোষণার সময় জানানো হল।

    ২০১৯ সালেক ন্যায় চলতি বছরের লোকসভা ভোটও সাত দফায় হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত মেলেনি। তবে একাধিক জায়গায় বিভিন্ন ভুয়ো সূচি ছড়িয়ে পড়েছে। যা নিয়ে গুজব রটাতে নিষেধ করেছে কমিশন। শনিবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই কার্যকর হবে আদর্শ নির্বাচনী আচরণবিধি। ওই মুহূর্ত থেকেই মডেল কোড অফ কনডাক্ট অনুসরণ করে চলতে হবে সমস্ত রাজনৈতিক দলকে।

    ইতিমধ্যেই BJP এবং কংগ্রেস দু'টি ধাপে প্রার্থীতালিকা ঘোষণা করেছে। প্রথম ধাপে ১৯৫ এবং দ্বিতীয়টিতে ৭২ জনের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। কংগ্রেসের পক্ষ থেকে প্রথম তালিকায় ৩৯ এবং পরের তালিকায় ৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ফের একবার বারাণসী কেন্দ্র থেকেই লোকসভায় লড়ছেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা নিয়ে আত্মবিশ্বাসী তিনি। আবারও ওয়েনাড আসন থেকই লড়াইয়ের ময়দানে রাহুল গান্ধী।
  • Link to this news (এই সময়)