• Electoral Bonds Data : লোকসভা ভোটে এখনও পর্যন্ত কত বন্ড ভাঙিয়েছে বিজেপি-কংগ্রেস? প্রকাশ্যে তথ্য
    এই সময় | ১৫ মার্চ ২০২৪
  • নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য ইতিমধ্যেই জনসমক্ষে এনেছে কমিশন। যেখানে দেখা যাচ্ছে ১২ হাজার ৭৬৯ কোটি টাকার ইলেকটোরাল বন্ডের অর্ধেকাংশেই গিয়েছে BJP-র ঝুলিতে। এই মোট অর্থের এক তৃতীয়াংশে ভাঙানো হয়েছিল ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়। চলতি লোকসভা নির্বাচনের আগে এখনও পর্যন্ত পদ্ম শিবির কত টাকার নির্বাচনী বন্ড ভাঙিয়েছে?কত বন্ড ভাঙিয়েছে BJP?নির্বাচন কমিশনের আপলোড করা তথ্য অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এখনও পর্যন্ত ২০২ কোটি টাকার বন্ড ভাঙিয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট নির্বাচনী বন্ডের সবচেয়ে বেশি ভাঙিয়েছে BJP-ই। ইলকটোরাল বন্ড থেকে মোট ৬ বাজার ৬০ কোটি টাকা ভাঙিয়েছে মোদী-শাহের দল। এর বেশিরভাগটাই যদিও ২০১৯ সালে ভাঙানো হয়েছে। এরপর মধ্য প্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় এবং তেলঙ্গানার বিধানসভা ভোটের সময়ও ভাঙানো হয়েছে বেশ কিছু বন্ড।

    ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত যা নির্বাচনী বন্ড ভাঙিয়েছে তার এক তৃতীয়াংশ অর্থাৎ ১ হাজার ৫৬ কোটি টাকা BJP ভাঙিয়েছে ২০১৯-এর এপ্রিল মাসে। সে বছরই মে মাসে ভাঙিয়েছে ৭১৪ কোটি টাকা। ২০২৩ সালে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় BJP ভাঙিয়েছে মোট ৭০২ কোটি টাকার বন্ড। ঠিক তার আগের মাসে অক্টোবরে ৩৫৯ কোটি টাকা ভাঙিয়েছে BJP। এ ছাড়াও ২০২০ সালের ৩ কোটি টাকা, ২০২১ সালের জানুয়ারি মাসে দেড় কোটি টাকা, ২০২৩ সালে ১ কোটি ৩০ লাখ টাকার বন্ড ভাঙিয়েছে BJP। ২০২২ সালের জানুয়ারি মাসে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর এবং গোয়ার বিধানসভা নির্বাচনের সময় ভাঙানো হয়েছে ৬৬২ কোটি ২০ লাখ টাকার বন্ড। ২০২২ সালের নভেম্বর মাসে গুজরাট এবং হিমাচল প্রদেশের ভোটের সময়ও এই বন্ড ভাঙিয়ে খরচ করা হয়।

    কত বন্ড ভাঙিয়েছে কংগ্রেস?নির্বাচনী বন্ড ভাঙানোর ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। ১২ এপ্রিল ২০১৯ থেকে ২২ জানুয়ারি ২০২৪-এর মধ্যে তারা মোট ১ হাজার ৪২১ কোটি ৮৭ লাখ টাকার নির্বাচনী বন্ড ভাঙিয়েছে। ২০২৩ সালে ছত্তিশগড়, মধ্য প্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা এবং মিজোরাম বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস ভাঙিয়েছিল মোট ৪০১ কোটি ৯১ লাখ টাকার নির্বাচনী বন্ড। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারা ভাঙিয়েছিল ১১৮ কোটি ৫৬ লাখ টাকা। চলতি বছরের জানুয়ারি মাসে কংগ্রেস ৩৫ কোটি ৯ লাখ টাকার নির্বাচনী বন্ড ভাঙিয়েছে।
  • Link to this news (এই সময়)