Ramadan 2024: রোজা না রাখলেই গ্রেফতার! আজব নিয়ম এই দেশে
এই সময় | ১৫ মার্চ ২০২৪
শুরু হয়ে গিয়েছে পবিত্র রমজান মাস। এই সময়েই বিশ্ব জুড়ে, সব জায়গায়, রোজা পালন করেন মুসলিম ধর্মাবলম্বীরা। ভোরে নির্দিষ্ট সময় বা সাহরিতে, খাওয়ার পরে, আবার সন্ধ্যায় ইফতার করেই খাদ্যগ্রহণ করেন তাঁরা। একমাস রোজা রাখার নিয়ম। তবে, অনেকেই আছেন যারা একমাস রোজা না পালন করলেও কয়েকটি রোজা রাখেন। কিন্তু এমন একটি দেশ আছে যেখানে রোজা পালন করাটা বাধ্যতামূলক। সেখানে কেউ রোজা না রাখলে গ্রেফতার করা হয়। এমন নিয়ম আছে নাইজেরিয়ায়।ইতিমধ্যেই গ্রেফতার
সেখানে এই নিয়ম না মানার কারণে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নাইজেরিয়ায় পবিত্র রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে সেই দেশের ইসলামিক পুলিশ। ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে। মূলত আফ্রিকার এই দেশের একটি প্রদেশে রোজার মাসে এই নিয়ম আছে। সেখানে দিনের বেলা খাবার খেতে দেখার পর ওই ১১ জনকে গ্রেফতার করা হয়।
কেন এই নিয়ম?
নাইজেরিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু সেখানের ১২ প্রদেশে চালু করা হয়েছে শরিয়াতি আইন চালু। ওই ১২টি প্রদেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকই সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত প্রদেশগুলির মধ্যে একটি হল কানো। আর কানোর ইসলামিক পুলিশ ‘হিসবাহ’ নামে পরিচিত। তারা প্রতি বছর রমজান মাসে খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে।
রোজা রাখার শপথ
জানা গিয়েছে, সেখানে মঙ্গলবার গ্রেফতার করা হয় ওই ১১ জনকে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং একজন মহিলা। গ্রেফতার করার পরে জানিয়েছেন এবার থেকে প্রতিদিন রোজা পালন করবেন তাঁরা। এরপরে তারা আর ইচ্ছাকৃতভাবে রোজা ‘মিস’ করবে না বলে শপথ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। হিসবাহের মুখপাত্র লওয়াল ফাগে সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা মঙ্গলবার ওই ১১ জনকে ধরেছিলাম। তাদের মধ্যে একজন মহিলাও ছিলেন। তিনি চিনাবাদাম বিক্রি করছিলেন এবং তাকে তার জিনিসপত্র থেকে খেতে দেখা যায়। এবং পরে কিছু লোক তাদেরকে এই বিষয়টি জানান।'
তিনি বলেন, 'আমাদের এই রকম অনুসন্ধান এবং তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। তবে অমুসলিমরা এই অভিযানের আওতার বাইরে থাকছেন।' লওয়াল ফাগে বলেন, 'রোজা পালন অমুসলিমদের জন্য নয়। যাদের রোজা রাখার কথা, সেসব মুসলমানের কাছে বিক্রি করার জন্য যারা খাবার রান্না করে এবং সেটা খান তাদের ধরা হয়।'