• Russia Presidential Election : পুতিনের ভাগ্যনির্ধারণে বিশেষ ভূমিকা ভারতের, রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোট কেরালাতেও
    এই সময় | ১৫ মার্চ ২০২৪
  • শুক্রবার থেকে শুরু হয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ। তিনদিন ধরে এই নির্বাচন হবে অনলাইনেও। এমনকী রাশিয়ার ভোটাররা অন্যদেশে থাকলেও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আর, রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে ভারতেও। কেরলে এই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।কেরলে ভোট

    এই নির্বাচনে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন নিকোলাই খারিতোনোভ, লিওনিদ স্লুতস্কি এবং ভ্লাদিস্লাভ দাভানকোভ। রবিবারই এই নির্বাচনের ফল ঘোষণা করা হবে। তবে এবারের নির্বাচনে পুতিনই আবার জিতবেন বলে ইঙ্গিত করা হয়েছে।

    এই নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হচ্ছে কেরলেও। রাশিয়ার যে নাগরিকরা কেরালায় বাস করেন তাঁরা যাতে সেখানের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিতে পারেন সেইজন্য ব্যবস্থা করেছে তিরুবন্তপুরমের অনারারি কনসুলেট অব রাশিয়ান ফেডারেশন।

    কেন এই ব্যবস্থা?

    কেন সেখানে এই ব্যবস্থা করা হয়েছে তাও জানান রাশিয়ান হাউসের ডিরেক্টর রাথেশ নায়ার (Ratheesh Nair)। তিনি বলেন, 'তৃতীয়বারের জন্য রাশিয়ান ফেডারেশনের কনস্যুলেট রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণের আয়োজন করছে। এটা আসলে এখানে থাকা রাশিয়ান নাগরিকদের জন্য এবং পর্যটকদের জন্যও। আমরা রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। সেই সঙ্গে আমি কেরলের রাশিয়ান নাগরিকদের তাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় ভোট দেওয়ার জন্য তাদের সহযোগিতা এবং উত্সাহের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।'

    আর চেন্নাইয়ের সিনিয়র কনসাল জেনারেল সের্গেই আজুরভ বলেন, 'আমরা রাষ্ট্রপতি নির্বাচনের কাঠামোতে প্রাথমিক ভোটের আয়োজন করছি। আমরা এখানে ভারতে বসবাসরত রাশিয়ান ফেডারেশনের নাগরিকদের জন্য একটি সুযোগ প্রদান করতে এই ব্যবস্থা নিয়েছি।'

    খুশি নাগরিকরাওরবিবার পর্যন্ত চলবে রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ। আর, কেরলে বসে এই নির্বাচনে ভোট দিতে পেরে বেজায় খুশি রাশিয়ার নাগরিকরাও। উলিয়া নামে এক রাশিয়ান নাগরিক বলেন, 'যারা এখানে ভোট দিতে এসেছেন তারা প্রত্যেকেই রাশিয়ান নাগরিক। হয় তাঁরা ভারতে বসবাস করছেন বা পর্যটক হিসাবে এখানে বেড়াতে আসছেন। এখানে এসে নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে সবাই কৃতজ্ঞ এবং খুশি। এটা প্রতিটি নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের দায়িত্ব। এই সুযোগ দেওয়ার জন্য রাশিয়ান হাউস এবং ভারতের কনস্যুলেট জেনারেলের কাছে কৃতজ্ঞ।'
  • Link to this news (এই সময়)