• TMC Candidate List 2024 : অসমেও লড়বে জোড়াফুল, ৪ আসনে প্রার্থী কারা?
    এই সময় | ১৫ মার্চ ২০২৪
  • অসমের চারটি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রগুলি হল শিলচর, বরপেটা, কোকরাঝাড় এবং লখিমপুর।কোন আসনে কাকে প্রার্থী করল তৃণমূল?
    আসন প্রার্থী
    শিলচর রাধেশ্যাম বিশ্বাস
    লখিমপুর ঘনকান্ত
    বারপেটা আবুল কালাম আজাদ
    কোকরাঝাড়ে গৌরীশংকর সারানিয়া

    তবে অসমের তৃণমূলের সভাপতি রিপুন বোরাকে কোনও কেন্দ্রে টিকিট দেয়নি দল। গত ৭ মার্চ কলকাতায় তৃণমূলের মহিলা সংগঠনের মিছিলের শেষে ধর্মতলায় জমায়েত থেকে সুস্মিতা দেবকে অসমে তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের পাশাপাশি তৃণমূল ইতিমধ্যে মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর আগে তিনি মেঘালয় থেকে দু'বার বিধায়ক পদে জয়ী হয়েছেন। এ ছাড়া উত্তর প্রদেশের একটি লোকসভা আসনে জোড়াফুল লড়াইয়ের কথা জানিয়েছে আগেই। পশ্চিমবঙ্গের বাইরে এই তিন রাজ্য ছাড়া তৃণমূল আর কোনও রাজ্যে প্রার্থী দেবে কি না, তা আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। অতীতে তৃণমূল ত্রিপুরা ও গোয়ার বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। তাই এই দুটি রাজ্যে লোকসভা ভোটে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে তৃণমূলের একাধিক নেতার পর্যবেক্ষণ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ৪২টি আসনে ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ মার্চ কলকাতায় ব্রিগেডের জনসমাবেশ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারপর সমস্ত প্রার্থীদের নিয়ে মঞ্চের ব়্যাম্পে হাঁটেন বাংলার মুখ্যমন্ত্রী। এই প্রথম এমনভাবে ঘোষণা করা হল কোনও দলের প্রার্থীতালিকা। প্রার্থীতালিকাতে ইউসুফ পাঠানকে বহরমপুরে অধীর গড় থেকে টিকিট দিয়ে চমকে দিয়েছে জোড়াফুল শিবির।
  • Link to this news (এই সময়)