• Kolkata Under Water Metro : 'তোমার টানে...!' গঙ্গার নীচে 'বোবা টানেল'-এর প্রথম যাত্রায় অনুপম-রূপঙ্করও
    এই সময় | ১৬ মার্চ ২০২৪
  • তখনও ভোরের আলো ফোটেনি। অফিস যাত্রীদের কোলাহল শুরু হতে ঢের দেরি। সেই মুহুর্তেও মানুষজন লাইন দিয়ে আছেন, মেট্রোয় উঠবেন বলে। দরজা খোলার অপেক্ষায়। কারণ, এই মুহূর্ত একবারই আসবে। জলরাশির তলা দিয়ে ‘বোবা টানেলের’ ভেতর দিয়ে ছুটে চলবে মেট্রো রেল। দেশে প্রথম। সেই মুহূর্তের সাক্ষী থাকলেন ওঁরাও।জন সাধারণের মধ্যে মিশে আজ গঙ্গার নীচ দিয়ে মেট্রোর প্রথম যাত্রী হলেন রূপঙ্কর, অনুপম রায়রাও। নীলাভ পথে ছুটে চলার মাঝে তাঁদের গলা দিয়ে দু'কলি বের হবে না, তা কী করে হয়! মুহূর্তটাকে স্মৃতির খাঁচায় ভরে রাখতে রূপঙ্কর গাইলেন, ‘ তোমার টানে, সারা বেলার গানে…।’ অনুপম গাইলেন ফিরে গেছে কতো…বোবা টানেলের…।’

    হাজার হাজার যাত্রীর সঙ্গে ছুটে চললেন তাঁরাও। ছুঁয়ে দেখলনে সেই আনন্দের মুহূর্ত। মেট্রোর জানলার কাঁচ দিয়ে নীলাভ যাত্রাপথের মধ্যে দিয়ে যাওয়ার আনন্দ নিলেন লুটেপুটে। এদিন সকাল থেকেই হাওড়া মেট্রো স্টেশনের সামনে থিকথিকে ভিড় জমে যায়। যাঁরা প্রথম মেট্রোটি উঠতে পারেননি, পরেরটির জন্য অপেক্ষা করতে থাকেন। প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নেন অনেকেই।

    শুক্রবার সকালে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান দু'দিক থেকেই মেট্রো সকাল 7 টার প্রথম মেট্রো ছাড়ে। এটাই ছিল গঙ্গার নীচ দিয়ে মেট্রোর প্রথম পরিষেবা। কলকাতা মেট্রোর মুকুটে যুক্ত হয় এক নতুন পালক। এদিন দুদিক থেকেই মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হয়। কলকাতা ও হাওড়ার মধ্যে যোগ স্থাপন করছে এই মেট্রো পরিষেবা, তাও জলের নীচ দিয়ে।

    কলকাতা মেট্রো থেকে জানানো হয়েছে, এবার থেকে প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার 12 থেকে 15 মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে৷ উভয় দিক থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাট রাত 9.45 মিনিট নাগাদ৷ তবে আপাতত রবিবার এই রুটে কোনও পরিষেবা থাকছে বলে মেট্রোর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রোর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় আজ। গঙ্গার নীচ দিয়ে মেট্রোর সূচনা আগে হয়ে গেলেও আজই যাত্রী সহযোগে জলের নীচে দিয়ে ছুটে চলে মেট্রো। দেশের মধ্যে প্রথম এই মেট্রো পথ তৈরি হয়েছে। তার সাক্ষী থাকতে আজ অগণিত ভিড় ছিল এই মেট্রোর যাত্রাপথে। পরিজনদের সঙ্গে সেলফি তুলে, এ মাথা থেকে ও মাথা মেট্রো পথে সামিল হন অনেকেই।
  • Link to this news (এই সময়)