• Trinamool Congress : মমতার অসুস্থতা নিয়ে কুরুচিকর আক্রমণ! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, মিছিলের ডাক তৃণমূলের
    এই সময় | ১৬ মার্চ ২০২৪
  • রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে কুরুচিকর আক্রমণের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। এর প্রতিবাদে মিছিলে ডাক দেওয়া হল তৃণমূল কংগ্রেসের তরফে।তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেই ভিডিয়োতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতা নিয়ে কিছু মন্তব্য করতে শোনা যায়। সেই মন্তব্যের প্রতিবাদে এবার প্রতিবাদ আন্দোলনের ডাক দিল তৃণমূল কংগ্রেস।

    আগামীকাল, শনিবার এই মিছিলের আয়োজন করা হবে। মিছিলের পাশাপাশি পথ সভার আয়োজনের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে। এই মিছিল করা হবে খেজুরিতে। তৃণমূল নেতা কুণাল ঘোষকে এই মিছিলের নেতৃত্ব দিতে বলা হয়েছে। আগামীকাল তাঁরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করবেন।

    শুভেন্দু অধিকারীর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একের পর এক আক্রমণ শানাতে থাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর ভিডিয়ো পোস্ট হতে থাকে ফেসবুক পেজে। মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থতা নিয়ে এরকম কুরুচিপূর্ণ আক্রমণ কেন করা হল, তার জবাব চাওয়া হয়।

    তৃণমূলের একাধিক নেতৃত্ব জানান, যেখানে দেশের উপরাষ্ট্রপতির থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাঁর সুস্থতা কামনা করেছেন সেখানে তিনি কী করে এই ধরনের মন্তব্য করেন। তৃণমূল কংগ্রেসের অন্যান্য বিরোধী দলের শীর্ষ নেতারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন। সেখানে একটি জনসভা থেকে এই ধরনের মন্তব্য কোনওভাবেই মেনে নিচ্ছেন না তৃণমূল নেতৃত্ব।

    তৃণমূলের ভিডিয়ো ( যাচাই করেনি এই সময় ডিজিটাল) শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যায় শুভেন্দু বলছেন, ‘ওঁর খালি মাথা ঘুরছে…' এরপরেও আরও কিছু মন্তব্য করতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে।
  • Link to this news (এই সময়)