আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার কেসিআর কন্যা, তল্লাশি শেষে ED-র জালে কে কবিতা
এই সময় | ১৬ মার্চ ২০২৪
গ্রেফতার করা হল ভারত রাষ্ট্র সমিতি (BRS) দলের প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে। শুক্রবার, দিল্লির মদ নীতির মামলায় তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। হায়দ্রাবাদে তাঁর বাসভবনে অভিযান চালানোর পরে গ্রেফতার করা হয় কবিতাকে। আরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আনা হচ্ছে বিআরএস দলের এই নেত্রীকে। এদিকে তাঁকে গ্রেফতার করার পরেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের দিকে তোপ দেগেছেন বিআরএস দলের নেতারা।গ্রেফতারে বিতর্ক
সূত্রের খবর, এদিন অভিযান চালানোর সময়ে তর্ক হয় ইডি আধিকারিকদের এবং বিআরএস নেতা এবং কবিতার ভাই KTR। যখন এই কেন্দ্রীয় তদন্ত সংস্থা বিআরএস নেত্রীর বিরুদ্ধে একটি গ্রেফতারি মেমো প্রদান করে তখনই তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। কেটিআরের অভিযোগ, ইডি কবিতার বিরুদ্ধে একটি 'বেআইনি গ্রেফতারি পরোয়ানা' তৈরি করেছে। এদিকে ইডি আধিকারিকরা কেটিআরকে তাদের কাজে বাধা না করার জন্য বলেছিলেন।
কেন্দ্রকে নিশানা
এর আগেই, বিআরএস মুখপাত্র শ্রাবণ দাসোজু ইডির অভিযানগুলিকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছিলেন । তাঁর দাবি যে BJP এবং কংগ্রেস উভয়ই কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন দলের নেতাদের হয়রানি করার জন্য এক সঙ্গে হাত মিলিয়েছে। শ্রাবণ বলেন , 'যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান , ইডি এবং আয়কর তার আগেই আগে সেখানে যায়। তেলেঙ্গানাতেও তাই হচ্ছে। তারা বিআরএসের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে চায়। ইডি এবং আয়কর বিভাগ কেন্দ্রের শাসকদলের নেতাদের নির্দেশে কাজ করছে। তারা তেলেঙ্গানার কংগ্রেস নেতাদের নিয়ে মাথা ঘামায় না। তারা অবৈধভাবে এত সম্পদ অর্জন করেছে কিন্তু তাদের বেলায় কেন্দ্র চুপ থাকে।'
সিবিআই-এর সমন
গত মাসে কবিতাকে একটি সমন জারি করে CBI । একই মামলায় দ্বিতীয়বার বিআরএস দলের বিধান পরিষদের সদস্য কবিতাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার সামনে হাজির হতে বলা হয়েছিল। তিনি, তবে, একটি চিঠিতে তাঁর ‘কঠিন ব্যস্ততার চাপ’-এর কথা উল্লেখ করে সিবিআই-এর সমন এবং হাজিরা এড়িয়ে যান। অন্যদিকে ইডি অভিযোগ করেছে যে কবিতা দক্ষিণ লবির অংশ এবং অরুণ পিল্লাই প্রতিনিধিত্ব করেছিলেন।
যিনি ইনডোস্পিরিটসে বেনামি বিনিয়োগ এবং ঘুষের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ করেছেন৷ এর আগেও ২০২২ সালেও সিবিআই সাক্ষী হিসাবে নোটিশ দেওয়ার পরে কবিতাকে জিজ্ঞাসাবাদ করে। ইডি অভিযোগ করেছে যে কবিতা AAP সরকারি আধিকারিক এবং মন্ত্রীদের ঘুষ দেওয়ার জন্য দক্ষিণ কার্টেলের হয়ে কাজ করেছিলেন। এর জন্য প্রায় ১০০ কোটি টাকার লেনদেন হয় বলেও অভিযোগ। এই মামলার এক সঙ্গে তদন্ত করছে সিবিআই এবং ইডি ।