Lok Sabha Election 2024: নমোর 'পারফরম্যান্সে' খুশি না অখুশি? মোদী না রাহুল প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেশি পছন্দ? প্রকাশ্য়ে সমীক্ষা রিপোর্ট
এই সময় | ১৬ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনই এক সব রাজনৈতিক দলগুলির ফোকাসে। কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। তবে এখনও নির্ঘণ্ট প্রকাশ হয়নি ভোটের। শনিবারই ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার কথা। মোদী সরকারে বিরদ্ধে লড়াই কতটা জোরদার করতে পারবে বিরোধী শিবির? বিজেপি ফের একবার কুর্সি দখল করবে? সে উত্তর অবশ্য ভোটের ফলাফল বেরোলেই মিলবে। তবে এই আবহে ৫৪৩টি লোকসভা কেন্দ্রের মধ্য়ে ৪১ হাজার ৭৬২ জনের সঙ্গে কথা বলেছেন এবিপি সি ভোটারের সমীক্ষকরা। একাধিক ইস্যুতে ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষায় একদিকে মোদী সরকারে পারফরম্যান্সের রেজাল্ট বেরিয়েছে। মোদীর পারফরম্যান্সে কতটা খুশি দেশের মানুষ?সমীক্ষা রিপোর্ট থেকে জানা গিয়েছে প্রধানমন্ত্রীর পারফরম্যান্সে
খুব সন্তষ্ট ৪৪ শতাংশ মানুষ
মোটামুটি সন্তুষ্ট ৩৫ শতাংশ মানুষ
অসন্তুষ্ট ২০ শতাংশ মানুষ
মোদী সরকারের কাজে আপনি কতটা সন্তুষ্ট ?
খুব সন্তুষ্ট ৩১ শতাংশ মানুষ
মোটামুটি সন্তুষ্ট ৪০ শতাংশ মানুষ
অসন্তুষ্ট ২৬ শতাংশ মানুষ
বলতে পারব না-৩ শতাংশ মানুষ
অমিত শাহ বলেছিলেন 'বাংলা-কেরল-ওড়িশায় জিতেই তবেই বিজেপির স্বর্ণযুগ বলা যাবে। এবারের লোকসভা ভোট তা সম্ভব হবে?