Anuradha Paudwal Joins BJP: এবার পদ্মে অনুরাধা পাড়োয়াল, বিজেপিতে যোগ কিংবদন্তী সঙ্গীত শিল্পীর
এই সময় | ১৬ মার্চ ২০২৪
বিজেপিতে যোগ দিলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল। দুপুর ১টা ১৫ মিনিটে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। বিজেপিতে যোগদানের পর অনুরাধা বলেন, 'যে দলে যোগ দিয়েছি সেই দলের সঙ্গে সনাতন ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। এমন এক দলে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত।'লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তেই বিজেপি যোগ দিলেন অনুরাধা। স্বভাবতই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এবার কি তাঁকে টিকিট দিতে চলেছে গেরুয়া শিবির? শনিবার সব রাজ্যের লোকসভা ও বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন।
প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী অনুরাধা পাড়োয়াল। ৯০-এর দশকের ভক্তিমূলক গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। বর্তমানে তাঁর বয়স ৬৯ বছর। ১৯৬৯ সালে অরুণ পড়োয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ অনুরাধা। অরুণ ছিলেন সুরকার। শচীন দেব বর্মণের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁদের দুই সন্তান, আদিত্য ও এক মেয়ে কবিতা। কয়েক বছর আগে প্রয়াত হন আদিত্য। ১৯৯১ সালে প্রয়াত হন অনুরাধার স্বামী অরুণ পাড়োয়াল।
লোকসভা নির্বাচনে এনডিএ-কে পরাস্ত করতে 'ইন্ডিয়া' জোট গঠন করেছে বিরোধী দলগুলি। জোটে রয়েছে দুই ডজনের বেশি বিরোধী দল। অন্যদিকে এনডিএ শিবিরে রয়েছে প্রায় ৪০টি দল। বর্তমানে NDA-এর সাংসদ সাড়ে তিনশোরও বেশি। অন্যদিকে 'ইন্ডিয়া' জোটের ১৫০ জন সাংসদ রয়েছেন বর্তমানে। তবে গঠনের পর থেকেই একাধিকবার ধাক্কাও খেয়েছে এই বিরোধী জোট। বেশ কয়েকটি শরিক দল তাদের রাজ্যে একলা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে উল্লেখ করতেই হয় তৃণমূলের কথা। পশ্চিবঙ্গে ৪২টি লোকসভা আসনে সবক'টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। বঙ্গে জোটের পথে হাঁটেনি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার।
গতবার ৭ দফায় নির্বাচন হয়েছিল
২০১৯ সালের লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছিল সাত দফায়। নির্বাচনের দিন ঘোষণা হয় ১০ মার্চ। প্রথম ধাপের ভোট হয়েছিল ১১ এপ্রিল। শেষ ধাফের ভোট হয়েছিল ১৯ মে। ফলাফল প্রকাশ্যে আসে ২৩ মে। ২০১৯ সালের নির্বাচনের সময় দেশে ৯১ কোটির বেশি ভোটার ছিল। যাদের মধ্যে ভোট দিয়েছিল ৬৭ শতাংশ।
২০১৯ সালের ভোটের ফলাফল
২০১৪ সালের নির্বাচনের থেকে আরও বেশি মার্জিনে জয় পায় বিজেপি। ২০১৪ সালে বিজেপি জয় পেয়েছিল ২৮২টি আসনে। ২০১৯ সালে বিজেপি ঘরে তুলেছিল ৩০৩টি আসন। এনডিএ জিতেছিল ৩৫৩টি আসন। বিজেপির দখলে যায় ৩৭.৭ শতাংশ ভোট, এনডিএ পায় ৪৫ শতাংশ ভোট। কংগ্রেস ২০১৯ সালে মাত্র ৫২টি আসন পায়।