Model Code Of Conduct : ভোট ঘোষণা হতেই জারি আদর্শ নির্বাচনী আচরণবিধি, কী এই মডেল কোড অফ কন্ডাক্ট?
এই সময় | ১৬ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। শনিবার দুপুর ৩টে থেকে বলবৎ হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। সমস্ত রাজনৈতিক দলগুলিকে প্রচারের ক্ষেত্রে এই নির্বাচনী বিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হবে। যা সঠিকভাবে পালিত না হলে বা কোনও নিয়ম লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন।আদর্শ নির্বাচনী আচরণবিধি কতদিন লাগু?মডেল কোড অফ কন্ডাক্ট অথবা আদর্শ নির্বাচনী আচরণবিধি ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায়। এ ক্ষেত্রে শনিবার দুপুর ৩টে থেকেই লাগু হয়েছে লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট। যতদিন না নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশ পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে। এ ক্ষেত্রে সেই তারিখটি । লোকসভা নির্বাচন ২০২৪-এর ক্ষেত্রে গোটা দেশজুড়েই কার্যকর হবে আদর্শন নির্বাচনী আচরণবিধি।
কাদের উপর লাগু হবে আদর্শ নির্বাচনী আচরণবিধি?লোকসভা ভোটপর্বে নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত রাজনৈতিক দল, প্রার্থী, রাজনৈতিক নেতা থেকে শাসকদল ও সরকারকে নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতে হবে।
কেন জারি করা হয় আদর্শ নির্বাচনী আচরণবিধি?কোনও রাজনৈতিক দল যাতে ভোটারদের কোনওভাবেই ভোট প্রক্রিয়া চলাকালীন প্রভাবিত না করতে পারে এবং সমস্ত রকমের অপ্রীতিকর ঘটনা এড়ানো যেতে পারে তার জন্যই এই মডেল কোড অফ কন্ডাক্ট জারি করা হয়। ভোটের প্রচার থেকে শুরু করে ইস্তেহার প্রকাশ সব ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলিকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়। কোনও সরকার (রাজ্য অথবা কেন্দ্র) লোকসভা ভোটের ঘোষণার পর থেকে তা শেষ না হওয়া পর্যন্ত কোনও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে পারে না। কোনও শিলান্যাস অথবা সরকারি প্রকল্পের প্রতিশ্রুতিও দিতে পারে না সরকারি আধিকারিকরা। কোনও প্রকল্পের জন্য বাজেট বরাদ্দও করতে পারবে না সরকার। অ্যাম্বুল্যান্স, জলের ট্যাঙ্ক সহ অন্যান্য সমস্ত সরকারি পরিষেবা প্রদানকারী গাড়িগুলিতে সাংসদের নাম সরিয়ে ফেলতে হবে আদর্শ আচরণবিধি বলবৎ থাকাকালীন। এই মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, যে এলাকায় যেদিন ভোট হবে তার ৪৮ ঘণ্টা আগে থেকে সেখানে কোনও দল প্রচার করতে পারে না।