প্রকাশ্যে এল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। কথা মতো শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। সারা দেশে ভোট শুরু হবে ১৯ এপ্রিল থেকে। ভোট চলবে ১ জুন পর্যন্ত। বিভিন্ন রাজ্যে ক'দফায় ভোট হবে তা জানা গিয়েছে নির্বাচন কমিশনের রিপোর্ট থেকে। দিল্লিতে এক দফায় লোকসভা ভোট। আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে শনিবার থেকে। দিল্লিতে সাত লোকসভা আসনে এক দফাতেই ভোট হবে। ৪ জুন ভোট গণনা। গণনা প্রক্রিয়া সম্পূর্ণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে আদর্শ আচরণবিধি।দিল্লি লোকসভা ভোটের সম্পূর্ণ সময়সূচিকত দফায় ভোটকোন কোন আসনে ভোটকবে ভোটদিল্লির সাত লোকসভা আসনে ভোট এক দফায়চাঁদনি চক, উত্তর পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি, ২৫ মেষষ্ঠ দফায় ভোট গ্রহণচলতি বছরের মে মা মাসে শেষ হবে সরকারে মেয়াদ। স্বাভাবিক ভাবেই মে মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে করতে হত এই সময়ের মধ্যে। সেই মোতাবেক বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। ভোটের দিন ঘোষণা কবে, ঠিক কবে থেকে ভোট শুরু হবে, সেদিকেই তাকিয়ে ছিল সকলে। অপেক্ষার অবসান ঘটল ১৬ মার্চ।
চলতি বছর কেবলমাত্র লোকসভা ভোট নয়, অনেকগুলি রাজ্যেও বিধানসভা নির্বাচন হবে। তার মধ্যে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমের ভোট আসন্ন। এই রাজ্যগুলির বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হল শনিবার। এছাড়াও মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডের বিধানসভা ভোট রয়েছে চলতি বছর।
উল্লেখ্য, গতবার লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ সালের লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছিল ১০ মার্চ। ভোট শুরু হয়েছিল ১১ এপ্রিল। মোট ৭ দফায় সেবার হয়েছিল ভোট। আর ভোটের ফল প্রকাশিত হয়েছিল ২৩ মে। এবার এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ভোট শুরু হবে এবং সাত দফায় হবে ভোট। লোকসভা ভোটে সকলের নজর থাকবে রাজধানীর ফলাফলের দিকে। সেখানে কোন দল কেমন পারফর্ম করে নজর থাকবে সেদিকে। চলতি বছর লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথে হেঁটেছে আপ। দিল্লিতে সাতটি আসনের মধ্যে কংগ্রেস লড়বে তিনটি আসনে। অন্যদিকে আম আদমি পার্টি লড়বে চারটি আসনে। নির্বাচনের অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছিল আপ। তবে গত লোকসভা নির্বাচনে দিল্লি সবক'টি আসনই পকেটে পুরেছিল বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লি থেকে ভারতীয় জনতা পার্টি জেতে সাতটি আসনে। কংগ্রেস ২২ শতাংশের বেশি ভোট পেয়ে রানার্স আপ হয়। তালিকায় তৃতীয় স্থানে ছিল আম আদমি পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচন ও পৌর নির্বাচনে আপ বিজেপি ও কংগ্রেসকে পরাজিত করেছে। পঞ্জাবে কংগ্রেস সরকারকেও ক্ষমতাচ্যূত করে আম আদমি পার্টি। এই আবহেই কংগ্রেসকে দিল্লি থেকে তিনটি আসন দিয়েছে আপ।