• Lok Sabha Election Date: উহ্য ভূস্বর্গ! কেন লোকসভার সঙ্গেই জম্মু-কাশ্মীরে বিধাসনভা ভোট নয়? ব্যাখ্যা কমিশনের
    এই সময় | ১৭ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হল শনিবার। দেশে ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা ভোট। লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। তবে ব্রাত্যই রয়ে গেল জম্মু-কাশ্মীর। প্রায় এক দশক পরেও দেশের বৃহত্তম এই কেন্দ্রশাসিক অঞ্চলে বিধানসভা নির্বাচনের সম্ভাবনায় আপাতত 'ফুলস্টপ' দিল নির্বাচন কমিশন। তবে বিধানসভা নির্বাচন না হলেও জম্মু-কাশ্মীরের পাঁচ লোকসভা আসন ও লাদাখের একটি লোকসভা আসনে নির্বাচন হতে চলেছে। যদিও রাজীব কুমার শনিবার বলেছেন, 'জম্মু ও কাশ্মীরে দ্রুত বিধানসভা ভোট করাতে আমরা বদ্ধপরিকর।' তিনি জানিয়েছেন, লোকসভা ভোটের পরেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হবে। কারণ নিরাপত্তার দিক থেকে একই সময়ে দু'টি ভোট করাটা ঠিক হবে না। সেকারণে লোকসভা ভোট মিটে গেলেই জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট হবে বলে জানিয়েছেন তিনি।Lok Sabha Election 2024 Dates : সাত দফায় লোকসভা নির্বাচন ২০২৪, শুরু থেকে শেষ এক নজরে জানুন

    শনিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেন রাজীব কুমার। একই সঙ্গে ঘোষণা করা হয় ১৩টি রাজ্যের উপনির্বাচনের দিন। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে ১০ বছর পরও কেন জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হল না তা নিয়ে। ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে শেষবার অবিভক্ত জম্মু-কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়। এরপর ২০১৯ সালের অগাস্ট মাসে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে নরেন্দ্র মোদী সরকার। তার আগে সেখানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। সেই কারণে ভেঙে দেওয়া হয় সেখানকার বিধানসভা।

    ২০২৩ সালের ডিসেম্বর মাসে জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের তৎপরতা শুরু করে কেন্দ্রীয় সরকার। দফায় দফায় এই রাজ্যে প্রশাসন ও সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আশা করা হয়েছিল লোকসভা নির্বাচনের নির্ঘণ্টের সঙ্গেই ঘোষণা করা হবে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তবে জল্পনায় আপাতত ইতি। বাকি রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হলেও জম্মু-কাশ্মীর উহ্যই রয়ে গেল।

    জম্মু ও কাশ্মীরের আসন পুনর্বিন্যাসের দায়িত্বে থাকা 'ডিলিমিটেশন কমিশন'-এর রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আসন সংখ্য়া বাড়িয়ে ৮৩ থেকে করা হয় ৯০। সাতটি আসনের মধ্য়ে ছয়টি আসন বেড়েছে জম্মুতে (৩৭ থেকে দাঁড়িয়েছে ৪৩-এ) ও একটি আসন বেড়েছে কাশ্মীরে (৪৬ থেকে ৪৭ হয়েছে)। কমিশনের তরফে জানানো হয়েছে, ২০১১ সালের জনসংখ্য়ার ভিত্তিতেই আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
  • Link to this news (এই সময়)