Lok Sabha Election Date: উহ্য ভূস্বর্গ! কেন লোকসভার সঙ্গেই জম্মু-কাশ্মীরে বিধাসনভা ভোট নয়? ব্যাখ্যা কমিশনের
এই সময় | ১৭ মার্চ ২০২৪
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হল শনিবার। দেশে ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা ভোট। লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। তবে ব্রাত্যই রয়ে গেল জম্মু-কাশ্মীর। প্রায় এক দশক পরেও দেশের বৃহত্তম এই কেন্দ্রশাসিক অঞ্চলে বিধানসভা নির্বাচনের সম্ভাবনায় আপাতত 'ফুলস্টপ' দিল নির্বাচন কমিশন। তবে বিধানসভা নির্বাচন না হলেও জম্মু-কাশ্মীরের পাঁচ লোকসভা আসন ও লাদাখের একটি লোকসভা আসনে নির্বাচন হতে চলেছে। যদিও রাজীব কুমার শনিবার বলেছেন, 'জম্মু ও কাশ্মীরে দ্রুত বিধানসভা ভোট করাতে আমরা বদ্ধপরিকর।' তিনি জানিয়েছেন, লোকসভা ভোটের পরেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হবে। কারণ নিরাপত্তার দিক থেকে একই সময়ে দু'টি ভোট করাটা ঠিক হবে না। সেকারণে লোকসভা ভোট মিটে গেলেই জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট হবে বলে জানিয়েছেন তিনি।Lok Sabha Election 2024 Dates : সাত দফায় লোকসভা নির্বাচন ২০২৪, শুরু থেকে শেষ এক নজরে জানুন
শনিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেন রাজীব কুমার। একই সঙ্গে ঘোষণা করা হয় ১৩টি রাজ্যের উপনির্বাচনের দিন। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে ১০ বছর পরও কেন জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হল না তা নিয়ে। ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে শেষবার অবিভক্ত জম্মু-কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়। এরপর ২০১৯ সালের অগাস্ট মাসে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে নরেন্দ্র মোদী সরকার। তার আগে সেখানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। সেই কারণে ভেঙে দেওয়া হয় সেখানকার বিধানসভা।
২০২৩ সালের ডিসেম্বর মাসে জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের তৎপরতা শুরু করে কেন্দ্রীয় সরকার। দফায় দফায় এই রাজ্যে প্রশাসন ও সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আশা করা হয়েছিল লোকসভা নির্বাচনের নির্ঘণ্টের সঙ্গেই ঘোষণা করা হবে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তবে জল্পনায় আপাতত ইতি। বাকি রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হলেও জম্মু-কাশ্মীর উহ্যই রয়ে গেল।
জম্মু ও কাশ্মীরের আসন পুনর্বিন্যাসের দায়িত্বে থাকা 'ডিলিমিটেশন কমিশন'-এর রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আসন সংখ্য়া বাড়িয়ে ৮৩ থেকে করা হয় ৯০। সাতটি আসনের মধ্য়ে ছয়টি আসন বেড়েছে জম্মুতে (৩৭ থেকে দাঁড়িয়েছে ৪৩-এ) ও একটি আসন বেড়েছে কাশ্মীরে (৪৬ থেকে ৪৭ হয়েছে)। কমিশনের তরফে জানানো হয়েছে, ২০১১ সালের জনসংখ্য়ার ভিত্তিতেই আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।