• Lok Sabha Seats : ৫৪৩ নয়, ভোট ৫৪৪ আসনে! বিভ্রান্তি নিয়ে ব্যাখ্যা কমিশনের
    এই সময় | ১৭ মার্চ ২০২৪
  • ৫৪৩ আসনের লোকসভায় সাত দফায় ভোট। অথচ, শনিবার দুপুরের সাংবাদিক বৈঠকে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের সময় মুখ্য নির্বাচন কমিশনার জানালেন মোট আসন সংখ্যা ৫৪৪। কিন্তু, কেন এমনটা উল্লেখ করলেন রাজীব কুমার?৫৪৩ না ৫৪৪? কত আসনে ভোট হবে দেশে? সাংবাদিক বৈঠকে ঘোষণার পর থেকেই বিভ্রান্তি শুরু হয়ে যায়। এর ব্যাখ্যা অবশ্য নিজেই দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

    দফাআসনপ্রথম দফা (১৯ এপ্রিল)ইনার মণিপুর, আউটার মণিপুরের একাংশদ্বিতীয় দফা (২৬ এপ্রিল)আউটার মণিপুরের বাকি অংশকমিশনের ব্যাখ্যারাজীব কুমার জানিয়েছেন, মণিপুরের দু'টি লোকসভা আসনের মধ্যে একটিতে দু'দফায় ভোট হচ্ছে। সে কারণে আসনের সংখ্যা হিসেব মতো দাঁড়িয়েছে ৫৪৪। উল্লেখ্য, মণিপুরে মোট দু'দফায় ভোট হচ্ছে এ বার। ১৯ এবং ২৬ এপ্রিল উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে ভোটগ্রহণ। এর মধ্যে ১৯ এপ্রিল ইনার মণিপুর এবং আউটার মণিপুরের কিছু অংশে ভোট হবে। ২৬ এপ্রিল হবে আউটার মণিপুরের বাকি অংশে। ফলে এক আসনে দু'বার ভোট হওয়ায় তা হিসেবে ৫৪৪ কেন্দ্র ধরা হয়েছে।

    মণিপুরের পরিস্থিতিপ্রসঙ্গত, ভারতের উত্তর পূর্ব অংশের এই রাজ্য বিগত কয়েক মাস ধরে হিংসার কবলে। বহু মানুষ সেখানে ঘরছাড়া, পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই অপহৃত হয়েছে, হিংসার বলি হয়েছেন। এখনও আশ্রয়হীন হয়ে ঘুরছেন অসংখ্য। সেই সংখ্যাটা ৫০ হাজারের কাছাকাছি বলে খবর। মূলত আউটার মণিপুর কেন্দ্রটিতেই অশান্তি রয়েছে। ফলে এই স্পর্শকাতর এলাকায় দু'ভাগে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই দুই কেন্দ্রের ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ‘যে সব ভোটার শিবিরে রয়েছেন, তাঁরা সেখান থেকেই ভোট দিতে পারবেন। জম্মু ও কাশ্মীরের উদ্বাস্তুদের জন্য যে প্রকল্প রয়েছে, তার সুবিধা পাবেন মণিপুরের বাসিন্দারাও।'

    মণিপুরের রাজনৈতিক অবস্থানের দিকে নজর রাখলে দেখা যাবে, ইনার মণিপুর আসন BJP-র দখলে। আউটার মণিপুরে নাগা পিপলস ফ্রন্টের সাংসদ। এখন দেখার দুই আসন কার ঝুলিতে যায়।

    আগামী ১৯ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে সাত দফার লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন হবে ভোটগ্রহণ। আগামী ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা।
  • Link to this news (এই সময়)