• Lok Sabha Election 2024: ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ? নির্বাচন-গণনার দিন নেট বন্ধ? ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুলল কেন্দ্র
    এই সময় | ১৭ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। ১৯ এপ্রিল থেকে ভোট। ১ জুন শেষ পর্বের ভোট। ৫৪৩টি আসনে ১৯ এপ্রিল থেকে সাত দফায় ভোট হবে দেশজুড়ে। ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় একটি বার্তা হু হু করে ভাইরাল হয়েছে। সেই বার্তায় দাবি করা হয়েছে, লোকসভা নির্বাচন ও গণনার দিন ইভিএম মেশিনের চারপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। আদৌ কি এটি সঠিক? জানুন ভাইরাল পোস্টের সত্যতা।

    নির্বাচন কমিশনের ভোট ঘোষণার পরেই সোশ্য়াল মিডিয়া ভাইরাল একটি পোস্ট। সেখানে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের দিন ইভিএম মেশিনের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট বন্ধ থাকবে। পাশাপাশি ওই পোস্টে বলা হয়েছে, ভোটের ফলাফলের দিন জিও অথবা ভোডাফোন টেলিকম সার্ভিসের পরিষেবাগুলি বন্ধ থাকবে। ভোট চলাকালীন পোলিং এজেন্টের মোবাইল ব্য়ালট বাক্স থেকে ১০০ মিটার দূরে রাখা হবে। ওই বার্তায় আরও বলা হয়েছে, জাল ভোট রুখতে এবার ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না ভোটাররা।ভোটারদের মোবাইল ব্যালট বাক্স থেকে ১০০ মিটার দূরে রাখা হবে। এমনটাই একাধিক দাবি করা হয়েছে পোস্টটিতে।

    পিআইবি ফ্যাক্ট চেক কী বলছেন?

    পিআইবি ফ্যাক্ট চেক এক্স হ্যান্ডেলে জানিয়েছে, লোকসভা নির্বাচন এবং গণনার দিন ইভিএম মেশিনের চারপাশে ইন্টারনেট বন্ধের বার্তাটি সম্পূর্ণ ভুয়ো। মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ১০০ মিটার দূরে রাখা হবে এমন দাবিও ভুয়ো। প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেক-এ এই ধরনের ভুয়ো বার্তা বিশ্বাস না করতে অনুরোধ করা হয়েছে সকলকে।

    পিআইবি ফ্যাক্ট চেক কী?

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভুয়ো বার্তা বা পোস্টগুলির সত্যাসত্য দিক উঠে আসে পিআইবি ফ্যাক্ট চেকের মাধ্যমে। সরকারি নীতি এবং প্রকল্পের ভুল তথ্য সম্পর্কে সত্য প্রকাশিত হয়। যদি কোনও ভাইরাল বার্তার সত্যতা জানতে চান তবে আপনি এই মোবাইল নম্বর ৯১৮৭৯৯৭১১২৫৯ বা socialmedia@pib.gov.in- এ মেইল করতে পারেন ।

    উল্লেখ্য়, কয়েক সপ্তাহ আগেই আরপিএফ- এ (RRB RPF Recruitmet 2024) সাব-ইন্সপেক্টর (Sub Inspector) এবং কনস্টেবল (Constable) পদে নিয়োগ হতে চলেছে- এই মর্মে কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল একটি নোটিফিকেশন। সম্প্রতি পিআইবি- র (PIB Fact Check) তরফে ঘোষণা করা হয়েছে এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আদৌ এ জাতীয় কোনও চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। অর্থাৎ ৪৬৬০টি শূন্যপদে যে নিয়োগের তথ্য প্রকাশ্যে এসেছিল তা ভুয়ো। এই জাতীয় কোনও নিয়োগ ভারতীয় রেলে হচ্ছে না।
  • Link to this news (এই সময়)