• আল্পনা প্রতিযোগিতার অভিনব ভাবনায় রঙিন রিষড়া
    আজকাল | ২৫ মার্চ ২০২৪
  • মিল্টন সেন: রঙের উৎসবকে আরও রঙিন করে তোলার অভিনব উদ্যোগ। "বসন্ত এসে গেছে" জানান দিতে রিষড়া বসন্ত উৎসব কমিটির দৃষ্টিনন্দন উদ্যোগ। প্রতিবছরই বসন্তের রঙে পরিবেশকে রাঙিয়ে তোলার উদ্যোগ নিয়ে থাকে রিষড়া বসন্ত উৎসব কমিটি। সংস্থার ১৫ তম বর্ষের অভিনব ভাবনা রাস্তায় আল্পনা প্রতিযোগিতা, রঙের উৎসবকে কার্যত অন্য রূপ দিয়েছে। রবিবার থেকে শুরু হয়েছে আল্পনা প্রতিযোগিতা, সঙ্গে রয়েছে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান। সংস্থার সভাপতি ও সম্পাদক জয়ন্ত দত্ত ও তপন সিকদার জানিয়েছেন, সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা রিষড়া শহর পরিক্রমা করবে। থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা ব্যান্ড থেকে শুরু করে বাউল গানের পাশাপাশি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নামই দামী কলাকুশলীরা। রবিবার বিকেলে আল্পনা প্রতিযোগিতার মধ্য দিয়ে বসন্ত উৎসবের সূচনা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আট থেকে আশি সকলেই। আল্পনার রঙে ইতিমধ্যেই রঙিন হয়ে উঠেছে রিষড়ার পশ্চিমপাড়ের রাস্তাঘাট। এদিন বসন্ত উৎসবের সূচনা পর্বে রিষড়া ব্রহ্মানন্দ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শামিল হয়েছিলেন "লাল পাহাড়ির দেশে যা" খ্যাত বিখ্যাত কবি অরুণ চক্রবর্তী।
  • Link to this news (আজকাল)