• ভেষজ আবির তৈরির প্রশিক্ষণ বাঁশবেড়িয়ায়
    আজকাল | ২৫ মার্চ ২০২৪
  • মিল্টন সেন: বাজার চলতি আবির এবং রং মানব শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। রং বা আবিরে থাকা রাসায়নিক সরাসরি মানব শরীরের নার্ভাস সিস্টেমকে বিঘ্নিত করতে পারে। তাই কৃত্রিম রং বা আবির ব্যবহারের পরিবর্তে ভেষজ আবির ব্যবহারের ক্ষেত্রে মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগড়া কেন্দ্রম ভেষজ আবির তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বাঁশবেড়িয়ায়। সংগঠনের তরফে সাধারণ মানুষকে কৃত্রিম রং বা আবির ব্যবহারে বিরত থাকার ক্রমাগত আবেদন জানানো হয়। পরিবর্ত ভেষজ আবির ব্যবহারের বার্তা দেওয়া হয়। সংগঠনের তরফে রুদ্র চক্রবর্তী জানিয়েছেন, সকলকে নিয়ে আয়োজিত এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণ শিবিরের মধ্যে দিয়ে আরও বেশি করে সাধারণ মানুষকে প্রকৃতিবান্ধব আবির তৈরিতে উৎসাহ দেওয়া প্রচেষ্টা চালানো হয়েছে। প্রশিক্ষণ শিবিরে অধ্যাপক ডঃ অতনু সাহা এই ভেষজ কীভাবে আরও দৃষ্টিনন্দন করে তোলা যায় সেই বিষয়ে বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তা প্রদান করেন। একইসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, বাজারে ব্যবহৃত রংয়ের মধ্যে ব্যবহৃত রাসায়নিক মানব শরীরে কীভাবে ক্ষতি করে। এই সমস্ত আবির বা রংয়ে ব্যবহৃত লেড অক্সাইড, কপার সালফেট, প্রুশিয়ান ব্লু ,ক্রোমিয়াম আইডাইড, এলমনিয়াম ব্রোমাইড ও মার্কারি সালফেট ইত্যাদি রাসায়নিক মানুষের নার্ভাস সিস্টেম, স্কিন, মাতৃগর্ভে থাকা ভ্রূণ, অস্থি ইত্যাদির উপর ক্ষতিকারক প্রভাব ফেলে।ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)