• ‘অভিষেক স্ট্র্যাটেজি’-তে বাজিমাত ডায়মন্ড হারবার
    দৈনিক স্টেটসম্যান | ২৫ মার্চ ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি? মাত্র আর কয়েকটা দিন, তারপরই শুরু হবে দিল্লির সিংহাসন দখলের লড়াই৷ ভোটযুদ্ধের ময়দানে সেনা সাজাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল৷ ব্যতিক্রমী নয় ঘাসফুল৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় দোলের পরই নিজ কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবারে ভোটের প্রস্তুতি শুরু করবেন জোরকদমে৷
    ঠিক কি কি করবেন তিনি? তার তালিকাও তৈরী হয়েছে৷ আগামী ২৭, ২৮ এবং ২৯ শে মার্চ আমতলায় সাত বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকে বসবেন অভিষেক৷ ওই তিন দিন বেলা তিনটে থেকে ধারাবাহিক বৈঠক হবে প্রায় আড়াই থেকে তিনশো নেতা কর্মীদের নিয়ে৷ ওই বৈঠক থেকেই নেওয়া হবে ডায়মন্ড হারবার মহারণে জেতার ব্লুপ্রিন্ট৷ কোথায় হবে এই বৈঠক? সেই স্থানও নির্ধারিত হয়েছে ইতিমধ্যেই৷ আমতলা দলীয় কার্যালয়ে চলবে এই বৈঠক৷
    এখানেই শেষ নয়! ১৯শে এপ্রিল থেকেই শুরু হচ্ছে ভোট৷ তার আগেই জেলাসফর সেড়ে ফেলতে চান অভিষেক৷ সেই লক্ষকে বাস্তবায়িত করতেই, কবে কোন জেলায় পাড়ি দেবেন তার তালিকাও ঠিক করে ফেলেছেন৷ ৩০শে মার্চ দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সভা করবেন তৃণমূল যুবরাজ৷ এরপর এপ্রিলের ১, ২, ৩, ৪ এবং ৫ তারিখ যথাক্রমে শিলিগুড়ি, কোচবিহার, বীরভূম, ঝাড়গ্রাম ও ঘাটাল এবং মালদায় বৈঠক করবেন অভিষেক৷
    এক্ষেত্রে উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনেও ডায়মন্ড হারবারে জয়ের মুকুট পড়েছিলেন তৃণমূল সেনাপতি৷ ৩ লক্ষ ২১ হাজারেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি৷ তবে এবারের লক্ষমাত্রা ৪ লক্ষ, তা বসিরহাটের জনগর্জন সভা থেকেই জানিয়ে দিয়েছিলেন৷ সেই লক্ষ অর্জনেই নতুন রণকৌশল গ্রহণ করতে চলেছেন অভিষেক৷
    পরপর দুবার সাংসদ হয়ে ডায়মন্ড হারবারের দায়িত্ব সামলেছেন অভিষেক৷ এবারও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ভরসা রেখেছেন অভিষেকের ওপরই৷ পুনরায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন অভিষেক৷ মুখ্যমন্ত্রীর দেওয়া দায়িত্ব কাঁধে তুলে নিতে ফের প্রস্তুত যুবরাজ৷ ডায়মন্ড হারবারে ভোট সপ্তম অর্থাৎ শেষ দফায়, ১ জুন৷ হাতে সময় থাকলেও কাজে বিলম্ব করতে নারাজ অভিষেক৷ কোন মন্ত্রে বিরোধীদের পরাস্ত করা সম্ভব তারই ছক করবেন অভিষেক বন্দোপাধ্যায়৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)