• দার্জিলিং পুরসভা কার্যত হাতছাড়া হামরো পার্টির, কী ভূমিকা তৃণমূলের?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ নভেম্বর ২০২২
  • দার্জিলিং পুরসভা দখলের পথে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম। বর্তমানে পুরবোর্ডের ক্ষমতায় থাকা অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ছেড়ে বৃহস্পতিবার পাঁচ কাউন্সিলর কার্শিয়ঙে একটি অনুষ্ঠানে অনীতা থাপার উপস্থিতিতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগদান করেন। ফলে দার্জিলিং পুরসভায় অনীত থাপা ও সহযোগী দলের কাউন্সিলর সংখ্যা বেড়ে হয়েছে ১৬। এই মুহূর্তে ৩২ আসনের দার্জিলিং পুরসভায় ৩১ জন কাউন্সিলর আছেন। ফলে ১৬ জন কাউন্সিলরের সমর্থন নিয়ে সহজেই অনীতা থাপা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বোর্ড গঠন করতে পারবে বলে মনে করা হচ্ছে।

    পাহাড়ে বিরাট রাজনৈতিক পালাবদল। দার্জিলিং পুরসভা কার্যত হাতছাড়া অজয় এডওয়ার্ডের হামরো পার্টির। উল্লেখ্য, এর আগে দার্জিলিং পুরসভার নির্বাচনে বিরাট সাফল্য পেয়েছিল নতুন দল হামরো পার্টি। সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর হাতে নিয়ে দার্জিলিঙে পুরবোর্ড গড়েছিল হামরো পার্টি। তবে পুরবোর্ডে বেশিদিন ক্ষমতায় থাকা সম্ভবত হচ্ছে না অজয় এডওয়ার্ডের দলের। হামরো পার্টিতে ভাঙন ধরালেন অনীত থাপা। তাঁরই হাত ধরে হামরো পার্টির ৫ কাউন্সিলর যোগ দিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায়।

    পরিবর্তিত পরিস্থিতিতে দার্জিলিং পুরসভায় অনীত থাপার বিজিপিএম ও সহযোগী দল মিলিয়ে কাউন্সিলর সংখ্যা বেড়ে ১৬। দার্জিলিং পুরসভায় তৃণমূলের ২ কাউন্সিলর রয়েছেন। শোনা যাচ্ছে, তাঁরাও নাকি অনীতেরই হাত ধরবেন। শুধু তাই নয় অনীত থাপার বিজিপিএম নেতৃত্বের আরও দাবি, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে দার্জিলিং পুরসভার আরও কয়েকজন হামরো পার্টির কাউন্সিলরও তাঁদের দলে যোগ দিতে পারেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)