• নিয়োগ জট চরমে, এবার বিধানসভার মাধ্যমে আদালতে বিরাট আবেদন মুখ্যমন্ত্রীর!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ নভেম্বর ২০২২
  • নিয়োগের ক্ষেত্রে পরপর মামলা নিয়ে এবার রাজ্য বিধানসভায় উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘এমন কিছু করুন যাতে মানুষের সুবিধা হয়’, বিধানসভার মাধ্যমে আদালতের কাছে বৃহস্পতিবার এই আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    নিয়োগ নিয়ে পরপর মামলার জেরে এবার উষ্মা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগ ইস্যুতে বলতে গিয়ে আক্ষেপ প্রকাশ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিয়োগের ক্ষেত্রে সরকারের স্বদিচ্ছা থাকলেও একাধিক মামলার গেরোয় সেই প্রক্রিয়ায় বারবার বাধা আসছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি এদিন বলেন, ”যখনই নতুন লোক নিয়োগ করতে চাইছি, তখন কেউ কেউ আদালতে যাচ্ছে। স্থগিতাদেশ নিয়ে আসছে। কোর্টে লড়তে লড়তেই সরকারের সব টাকাও চলে যাচ্ছে।”

    নিয়োগ জট কাটাতে এবার আদালতকেই উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বিধানসভার মাধ্যমে আদালতকে অনুরোধ করব মানুষের সুবিধা হয় এমন কিছু করুন।”নিয়োগ জট কাটাতে এবার আদালতকেই উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বিধানসভার মাধ্যমে আদালতকে অনুরোধ করব মানুষের সুবিধা হয় এমন কিছু করুন।”

    উল্লেখ্য, একাধিক মামলার গেরোয় বছরের পর বছর ধরে রাজ্যে বেশ কয়েকটি সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এসএসসি থেকে শুরু করে প্রাইমারি টেটের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রেও নানা জটিলতা রয়েছে। যোগ্য হয়েও চাকরি পাচ্ছেন না বহু তরুণ-তরুণী। নিয়োগের দাবিতে কলকাতার রাজপথে একটানা দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা।

    নিয়োগ জট কাটাতে এবার আদালতকেই উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বিধানসভার মাধ্যমে আদালতকে অনুরোধ করব মানুষের সুবিধা হয় এমন কিছু করুন।” উল্লেখ্য, একাধিক মামলার গেরোয় বছরের পর বছর ধরে রাজ্যে বেশ কয়েকটি সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এসএসসি থেকে শুরু করে প্রাইমারি টেটের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রেও নানা জটিলতা রয়েছে। যোগ্য হয়েও চাকরি পাচ্ছেন না বহু তরুণ-তরুণী। নিয়োগের দাবিতে কলকাতার রাজপথে একটানা দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)