• India-Bangladesh: বাংলাদেশ সিরিজেও নেই জাদেজা, ভারতীয় দলে একাধিক পরিবর্তন
    আজকাল | ২৪ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরে বাংলাদেশ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হল।

    একদিনের দলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। রবীন্দ্র জাদেজা এবং যশ দয়ালের চোট থাকায় বদলি হিসেবে একদিনের দলে ডাক পেয়েছেন পেস বোলার কুলদীপ সেন এবং অলরাউন্ডার শাহবাজ আহমেদ। দয়াল এবারই প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। তবে পিঠে সমস্যার জন্য আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়লেন তিনি। দয়ালের বদলি হিসেবে বাংলাদেশ সিরিজে সুযোগ পেয়েছেন কুলদীপ সেন, যার নিউজিল্যান্ড সিরিজের একদিনের দলেও থাকার কথা ছিল। এদিকে জাদেজা হাঁটুর অস্ত্রোপচার থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেনি। তাই বাংলাদেশ সিরিজেও দলে ফেরা হল না অলরাউন্ডারের। তাঁর বদলি হিসেবে দলে বাংলার শাহবাজ।

    বাংলাদেশ সিরিজের জন্য ভারতের স্কোয়াড: 

    রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন।
  • Link to this news (আজকাল)