• FIFA World Cup: ‘ওয়ান লাভ’ লেখা আর্মব্যান্ডে 'না', ভিন্ন কৌশলে প্রতিবাদ জার্মান দলের
    আজকাল | ২৪ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড, ডেনমার্কের  পড়ে রামধনু রঙয়ের ‘ওয়ান লাভ’ লেখা আর্মব্যান্ড পরে  মাঠে নামতে চেয়েছিল জার্মানিও।

    কিন্তু ফিফার অনুমতি না পাওয়ায় ভিন্ন কৌশলে এলজিবিটি কমিটিউনিটির (লেসবিয়ান, গে, বিসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার) প্রতি সমর্থন জানাতে হাত দিয়ে মুখ আটকে মাঠে নেমে প্রতিবাদ জানাল জার্মানি। 
    ওই ভঙ্গিমায় তাঁরা বার্তা দিতে চেয়েছেন, আর্মব্যান্ড পরতে না দেওয়া আর অন্যায়ের প্রতিবাদ করতে মুখ আটকে রাখা একই কথা। ওই ফটোসেশনের বিষয়ে দলটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্যান্য দেশের মতো আমরা অধিনায়কের আর্মব্যান্ড দ্বারা বৈচিত্র ও পারস্পারিক শ্রদ্ধার প্রতি সমর্থনে জানাতে চেয়েছিলাম। কারণ মানবাধিকার প্রশ্নে কোন দামাদামি চলে না। আর্মব্যান্ড পরতে না দেওয়া মানে তো মুখ বন্ধ করাই। সেজন্য আমরা আমাদের অবস্থান নিশ্চিত করলাম।’ যদিও গতকালের খেলায় চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে অঘটন ঘটিয়েছে এশিয়ার অন্যতম সেরা দল জাপান।
  • Link to this news (আজকাল)