• Mamata Banerjee-Narendra Modi: মোদির সঙ্গে বৈঠক, ডিসেম্বরে দিল্লি যাচ্ছেন মমতা
    আজকাল | ২৪ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরের শেষের দিকে ফের এক তথ্যে জোর জল্পনা রাজনৈতিক মহলে।

    ডিসেম্বরের শুরুতে দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠক করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। আজ মমতা জানান, ৫ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তিনি মোদির সঙ্গে বৈঠকের কারণে। তবে সঙ্গেই জানিয়ে রেখেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে যাচ্ছেন না তিনি। দলের চেয়ারপার্সন হিসেবে দিল্লি যাচ্ছেন বলেই জানা গিয়েছে। 

    শুরু হয়ে গিয়েছে জি-২০ সম্মেলনের প্রস্তুতি। ২০২৩ সালে ভারতে হবে জি-২০ সম্মেলন, ওই সম্মেলনের প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে হাজির থাকবেন মমতা ব্যানার্জি। সম্মেলনের বৈঠক ছাড়াও মোদি-মমতা পৃথক কোনও বৈঠকে বসবেন কিনা সেই প্রসঙ্গে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। দিল্লি থেকে বাংলা আসার আগে মুখ্যমন্ত্রী আজমের শরিফ এবং পুষ্কর ঘুরে আসতে পারেন বলেও জানা গিয়েছে। ডিসেম্বরে দিল্লি ছাড়াও মেঘালয় পাড়ি দিচ্ছেন মমতা। মেঘালয়ে জমি দখলের লড়াইয়ে কোমর বেঁধে নেমেছে তৃণমূল। ১২ ডিসেম্বর শিলং যাচ্ছেন মমতা ব্যানার্জি, ১৪ তারিখ ফিরবেন কলকাতায়। 

     
  • Link to this news (আজকাল)