• Mamata Banerjee: লোক নিতে চাইলেই আদালতে চলে যাচ্ছে কেউ, নিয়োগ নিয়ে বিরোধীদের তোপ মমতার!
    আজকাল | ২৪ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: সরকার নিয়োগের কথা বললেই কেউ না কেউ আদালতে চলে যাচ্ছে, আর তাতেই আটকে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া।

    আজ বিধানসভায় বিরোধীদের কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় শীতকালীন অধিবেশনে বৃহস্পতিবার বেশ কয়েকটি বিষয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী, তারমধ্যে অন্যতম রাজ্যের নিয়োগ প্রক্রিয়া।

    রাজ্যের নিয়োগ দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধীরা সুর চড়িয়েছে। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীদের কটাক্ষের মাঝেই আজ পালটা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি বলেন, লোক নিতে চাইলেই কথায় কথায় আদালতে চলে যাচ্ছে কেউ না কেউ। আদালত স্থগিতাদেশ দিচ্ছে। তাতেই আটকে থাকছে নিয়োগ প্রক্রিয়া তিনি আরও বলেন, একগুচ্ছ মামলা লড়তে লড়তেই শেষ হচ্ছে টাকা।

    রাজ্যের একাধিক ইস্যুতে বিরোধীরা বারবার আদালতে যাওয়ার কথা বলেছেন গত কয়েকমাসে, এর মাঝে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আদালতের উদ্দেশে তিনি বলেন, আমি আদালতের কাছে অনুরোধ করব, বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। সাধারণ মানুষ যাতে বিচার পায়। আজ অধিবেশনে একাধিক সরকারি প্রকল্প প্রসঙ্গেও জানিয়েছেন তিনি। 
  • Link to this news (আজকাল)