• Weather Update: শীতকাল কি চলেই এল? মরসুমের শীতলতম দিন আজ
    আজকাল | ২৪ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: পুজো পেরনোর পর থেকেই বঙ্গে একটা প্রশ্ন শোনা যায় ঘুরিয়ে ফিরিয়ে, 'শীতকাল কবে আসবে"? কালীপুজোর পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলমারি থেকে বেরোতে থাকে লেপ-কম্বল।

    রোদে শুকিয়ে ব্যবহার শুরু হয় ক' দিন পর। তবে মহানগরে শীত আসে একটু দেরিতে। আসতে দেরি যত, প্রশ্ন বাড়ে তত। তবে বৃহস্পতিবারের সকাল বেলার পর কলকাতাবাসীরা বলছেন, এবছরের শীত কি তবে চলেই এল? 

     

    উত্তুরে বাতাস ঢুকছে, সকাল থেকে হু হু বাতাস বইছে কানের পাশ দিয়ে, ত্বক শুষ্ক হচ্ছে। শীতকাল আসার আভাস তো এগুলোই। বৃহস্পতির ভোরে কলকাতার তাপমাত্রা ছিল ১৬.৫। এই মরসুমের শীতলতম দিন আজ। তবে শীত পড়েছে কলকাতায়! এখনই সেকথা বলা যাচ্ছে না। হাওয়া অফিস সূত্রের খবর, শুধু আজ নয়, আগামী কয়েকদিন এই আবহাওয়া থাকবে কলকাতায়। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদের তেজ বাড়ছে। 

    অন্যদিকে বাঁকুড়া-বীরভূম-পুরুলিয়ায় আরও জাঁকিয়ে পড়বে শীত। দক্ষিণের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতে ব্যাটিং শুরু করেছে ভালো ভাবেই, ওই জেলাগুলিতে তাপমাত্রা ১০-এর নীচে নামার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কনকনে ঠান্ডা উত্তরের জেলাগুলিতেও। 
  • Link to this news (আজকাল)