• fashion show: বিশেষভাবে সক্ষমরা মাতিয়ে দিলেন ফ্যাশন শোয়ের মঞ্চ
    আজকাল | ২৪ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: শারীরিক প্রতিবন্ধকতা যে স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না, প্রমাণ হল আরও একবার।

    এইমস মিডিয়ার আয়োজনে এক ব্যতিক্রমী ফ্যাশন শোতে। এদের উদ্যোগে ফ্যাশন, ললিতকলা, সঙ্গীত, নৃত্য, ক্রীড়ার জগতে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারছেন শারীরিক প্রতিবন্ধীরা। ২০১০ থেকেই এই প্রয়াস চালাচ্ছে এইমস মিডিয়া। ২০১৫ এবং ২০১৬ সালের পর 'এক ব্যতিক্রমী পথচলা'র তৃতীয় প্রয়াস এবার হল কলকাতায়। তাতে দেশের বিভিন্ন রাজ্যের মানুষ অংশগ্রহণ করেছেন। 
    এর বাছাই পর্ব শুরু হয়েছিল কলকাতার হেরিটেজ স্কুলে, ১২ নভেম্বর। বিচারকরা  কয়েক হাজার প্রতিযোগীর মধ্যে থেকে তিরিশ জনকে বাছাই করেন। ১৩ থেকে ১৮ নভেম্বর বিভিন্ন পেশাদার প্রশিক্ষকের কাছে কঠোর অনুশীলন করেন প্রতিযোগীরা। ১৯ নভেম্বর সায়েন্স সিটির প্রেক্ষাগৃহে লাইট, ক্যামেরার নিচে নিজেদের প্রতিভা উজাড় করে দেন প্রতিযোগীরা।  সমাজের সব স্তরের মানুষের কাছে বিষয়টি আরও সহজবোধ্য করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে  প্রকাশ করা হয়েছে 'ফ্যাশন ডিজেবিলিটি প্যারাডক্স' নামের একটি বই। চূড়ান্ত প্রতিযোগিতার দিন সেরা তিরিশ জনকে নিয়ে সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেছেন বিখ্যাত তবলিয়া তন্ময় বোস এবং নৃত্যশিল্পী সংগ্রাম মুখার্জি। 'এক ব্যতিক্রমী পথচলা'র আগের অনুষ্ঠানগুলি থেকে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিরা একাধিক জায়গায় কাজের সুযোগ পেয়েছেন। এবারের সেরা তিরিশও সেই সুযোগ পাবেন বলেই মনে করছেন উদ্যোক্তারা। পথচলার শুরু এই, এখনও বাকি অনেক পথ হাঁটা। সেই প্রত্যয়ের আলো দেখা গেল।
  • Link to this news (আজকাল)