• '৪টে রাশিয়ান পুষতে পারে...', অভিষেককে বেনজির ব্যক্তিগত আক্রমণ সৌমিত্র খাঁয়ের
    হিন্দুস্তান টাইমস | ০৮ এপ্রিল ২০২৪
  • বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের নাম না নিয়েই তাঁর ডিভোর্স নিয়ে আজ তোপ দেগেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতার সেই আক্রমণের জবাবে মুখ খোলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। মমতাকে পালটা জবাব দিতে গিয়ে আজ তৃণমূলের সর্বভারীয় সাধারণ সম্পাদক তথা মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাবে আক্রমণ শানান। এই প্রসঙ্গে মমতার উদ্দেশে সৌমিত্র বললেন, 'আপনার ভাইপো চোর হতে পারে, সৌমিত্র খাঁ চোর নয়। আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, চারটে রাশিয়ান পুষতে পারে... সৌমিত্র খাঁ কোনও মেয়েকে পোষেনি।' (ভিডিয়ো দেখুন: 'ভাইপো ৪টে রাশিয়ান পুষতে পারে...', মমতার ডিভোর্স খোঁচার জবাব সৌমিত্র খাঁর)

    উল্লেখ্য, আজ দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তী সমর্থনে জনসভায় ভাষণ দিতে বাঁকুড়ার গিয়েছিলেন মমতা। সেখান থেকেই সৌমিত্র খাঁয়ের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো সরাসরি সৌমিত্রর নাম না নিয়েই বলেন, 'একজন বিষ্ণুপুর, নাই বা বললাম, জানি না ডিভোর্স হয়েছে কি না, তাঁর স্ত্রী দাঁড়িয়েছে সেখানে। তাঁর যদি আমি ফটোগুলি খুলি... তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবে, বিজেপি কত আদর্শবান দল। যাঁরা মিথ্যে কথা বলে বেড়ায়। সব ছবি আমার কাছে আছে।' (মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যর পরিপ্রেক্ষিতে সৌমত্রর প্রতিক্রিয়া চাওয়া হলে বিজেপি প্রার্থী বলেন, 'আমি চাইছি আপনি (ছবি) সামনে নিয়ে আসুন। এবার স্বামী-স্ত্রীর কোথায় কোন পুরনো ছবি থাকল, তার ছবি দিলেন, সেটা আলাদা বিষয়। শুধু এটুকুই বলব, দম থাকলে অরিজিনাল ভাবে নিয়ে আসুন। মিথ্যা বুজরুকি বাঁকুড়ার মানুষকে দেবেন না, বিষ্ণুপুরের মানুষকে দেবেন না। আপনার ভাইপো চোর হতে পারে, সৌমিত্র খাঁ চোর নয়। আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, চারটে রাশিয়ান পুষতে পারে... সৌমিত্র খাঁ কোনও মেয়েকে পোষেনি।'

    উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় সৌমিত্র খাঁ যখন আদালতের নির্দেশে নিজের এলাকাতে ঢুকতে পারেননি, তখন প্রাক্তন স্বামীর হয়ে প্রচার চালিয়েছিলেন সুজাতা। সৌমিত্রর ভোটে জেতার অনেকটা কৃতিত্ব তাই তাঁরও পাওনা ছিল। পরবর্তীতে বিজেপি নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যর জেরে দল ছাড়েন। যোগ দেন ঘাসফুল শিবিরে। তারপরই বিজেপি সাংসদ সৌমিত্র দলীয় দফতর থেকে ঘোষণা করেছিলেন, তিনি সুজাতাকে ডিভোর্স নোটিশ পাঠাবেন। সেই সময় তৃণমূলের বিরুদ্ধে তাঁর 'ঘরের লক্ষ্মীকে চুরি' করার অভিযোগ করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ। সেই সুজাতা গত পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়ে জিতেছিলেন। আর এবার বিষ্ণুপুরে তিনি সৌমিত্রর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)