• ‘‌যে কোনও মূল্যে দুয়ারে রেশন চলবেই’, ডিলারদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
    হিন্দুস্তান টাইমস | ২৪ নভেম্বর ২০২২
  • ‘‌দুয়ারে রেশন’‌ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। যার বিরোধিতা করে আসছেন রেশন ডিলাররা। এমনকী এই প্রকল্প যাতে চালু না হয় তার জন্য আদালতে মামলা পর্যন্ত করেছেন রেশন ডিলাররা। তবে মানুষের স্বার্থের সঙ্গে কোন আপস করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার বিধানসভা থেকে সে কথা আবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এমনকী রেশন ডিলারদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে রাখলেন তিনি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

    ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ প্রায় এক বছর হয়ে গেল এই দুয়ারে রেশন প্রকল্প সর্বত্র বিস্তার করা যায়নি। সেখানে আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট বলেন, ‘‌যে কোনও মূল্যে রাজ্যে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চলবেই। কারও আপত্তির কাছে মাথা নোয়াবে না সরকার। আমি একা খাব, আর কাউকে খেতে দেব না, এটা চলতে দেওয়া হবে না।’ মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা রেশন ডিলারদের উদ্দেশেই বুঝতে কারও অসুবিধা হয়নি। একুশের বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে রেশন প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    আর কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে চালু হয়েছিল দুয়ারে রেশন। এই প্রকল্পের মূল বিষয় ছিল, রেশন ডিলারদের সামগ্রী নিয়ে একটি পাড়া বা এলাকায় পৌঁছে যেতে হতো। সেখান থেকেই বিলি করা হতো রেশন৷ এই কাজের বিরোধিতা করেন রেশন ডিলাররা। রেশন ডিলারদের করা মামলায় কলকাতা হাইকোর্ট প্রকল্পকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। আর আজ মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন, ‘‌মানুষের সুবিধার জন্য ‘‌দুয়ারে রেশন’‌ হচ্ছে। আর সেটা চলবেই। রেশন ডিলারদের ৪৮০ কোটি টাকা ইনটেনসিভ দেওয়া হয়েছে। কারও গায়ের জোরের কাছে সরকার মাথা নত করবে না। এক্ষেত্রে যত দূর যেতে হয় যাবো।’‌

    কেন এই প্রকল্পে চাপ দিচ্ছেন মুখ্যমন্ত্রী?‌ আজ, বৃহস্পতিবার বিধানসভায় রেশন নিয়ে একটি প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, মানুষের সুবিধার জন্য দুয়ারে রেশন করা হচ্ছে। সমাজে ৯৯ শতাংশ ভাল লোক থাকলেও ১ শতাংশ মনে করে শুধু তারাই খাবে। নিজে খাব আর কাউকে খেতে দেব না এটা চলতে দেওয়া যাবে না। তবে এরপরেও যদি রেশন ডিলাররা প্রকল্প বাস্তবায়নে রাজি না হয় তাহলে কড়া পদক্ষেপের দিকেও হাঁটতে পারে রাজ্য সরকার। এমনই ইঙ্গিত মিলেছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)