• আর্থিক সংকটের মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ৬ কোটি টাকা অনুদান দিল রাজ্য
    হিন্দুস্তান টাইমস | ২৪ নভেম্বর ২০২২
  • সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্থিক সংকট দেখা দিয়েছে। সমস্যা মেটাতে প্রাক্তনীদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন উপাচার্য। এরইমধ্যে রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে অতিরিক্ত তহবিল হিসাবে বিশ্ববিদ্যালয়কে ৬ কোটি টাকা দিল রাজ্য। এই মর্মে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর গত ২১ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

    গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট তৈরি হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনে প্রভাব পড়ার আশঙ্কায় উপাচার্য সুরঞ্জন দাস আর্থিক সাহায্যের জন্য প্রাক্তনীদের কাছে গত ২৪ অক্টোবর আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি, রাজ্যের কাছেও আর্থিক সাহায্য চেয়েছিলেন। রাজ্যের তরফে অনুদান দেওয়ায় সুরঞ্জন দাস বলেন, ‘আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাজ্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য অতিরিক্ত অনুদান দিয়েছে। এই অতিরিক্ত অনুদানের সাহায্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠত্বের স্থান বজায় রাখতে সক্ষম হবে।’ এছাড়া, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও প্রয়োজন অনুসারে পর্যায়ক্রমে রক্ষণাবেক্ষণের জন্য অনুদান পেয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চারটি কিস্তি পেয়েছে।

    প্রসঙ্গত, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটের কথা মানতে চাননি ব্রাত্য বসু। তিনি বলেছিলেন, ‘প্রাক্তনীদের কাছ থেকে সাহায্য চাওয়ার রীতি যে কোনও বিশ্ববিদ্যালয়ে রয়েছে। বিদেশের বিশ্ববিদ্যালয়, এমনকী অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়েও এই রীতির প্রচলন রয়েছে। আগের সরকারের আমলে এটাই হয়েছে। তার মানে এটা প্রমাণ হচ্ছে না যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাঁড়ারে টাকা নেই।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)