• জারে লেখা 'মেড ইন ফ্রান্স'! কয়েক কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার
    এই সময় | ২৫ নভেম্বর ২০২২
  • West Bengal News সাপের বিষ (Snake Venom) উদ্ধার! তাও আবার ২ কেজি ১৪০ গ্রাম৷ আন্তর্জাতিক চোরা কারবারের বাজারে এই বিষের আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি টাকা। এমনটাই দাবি BSF এর৷ যা দেখে চোখ কপালে ওঠে BSF জওয়ানদের (Soldier)৷ বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার হিলি থানার (Hili Police Station) অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের (India-Bangladesh Border) চকগোপাল BSF ক্যাম্পের তিওর কালিবাড়ি এলাকা থেকে এই বিষ উদ্ধার করেন জওয়ানরা৷

    BSF সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপের বিষের জারের গায়ে ‘মেড ইন ফ্রান্স’ লেখা৷ বাংলাদেশ থেকে ভারতে আসার সময় পাচারকারীরা টহলরত জওয়ানদের দেখে বিষ ভর্তি জার ফেলে পালিয়ে যায়৷ বৃহস্পতিবার ওই সাপের বিষ ভর্তি জার বালুরঘাটের (Balurghat Forest Department) হাতে তুলে দেওয়া হয় BSF এর পক্ষ থেকে। BSF এর দেওয়া ওই বিষের নমুনা আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য পাঠানো হবে বলেই জানিয়েছেন বালুরঘাটের বন দফতরের ডেপুটি রেঞ্জার (Deputy Ranger)৷

    BSF সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের চকগোপাল BSF ক্যাম্পের তিওর কালিবাড়ি এলাকায় অভিযান চালায় ১৩৭ নম্বর ব্যাটেলিয়ান৷ সেখানে BSF এর জওয়ানরা একটি মেড ইন ফ্রান্স লেখা কাঁচের জার উদ্ধার করেন, যাতে রয়েছে বলেই দাবি করেন তাঁরা৷ ২ কেজি ১৪০ গ্রাম সাপের বিষ উদ্ধার হয়েছে, যার আন্তর্জাতিক চোরা বাজারে আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি টাকা।

    BSF সূত্রে আরও জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে আসার সময় পাচারকারীরা টহলরত জওয়ানদের দেখে বিষ ভর্তি জার ফেলে পালিয়ে যায় বলে দাবি। বৃহস্পতিবার ওই সাপের বিষ ভর্তি জার বালুরঘাটের বন দফতরের হাতে তুলে দেন এর জওয়ানরা। যদিও BSF এই জারে সাপের আছে বলে দাবি করলেও, বালুরঘাট বন দফতরের ডেপুটি রেঞ্জার অবশ্য ল্যাবে পরীক্ষা না করে এনিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ৷

    বালুরঘাট বন দফতরের ডেপুটি রেঞ্জার নিখিল খেত্রী বলেন, "BSF এর পক্ষ থেকে একটি জার দিয়ে গিয়েছে, যেখানে সাপের বিষ আছে বলে দাবি করেন তাঁরা৷ যদিও এতে থাকা বস্তু সাপের বিষ কিনা, তা জানতে ওই বিষের নমুনা আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।" সাপের বিষ না অন্য কিছু, তা ল্যাবের পরীক্ষার রিপোর্ট আসার পরই সঠিকভাবে বলা সম্ভব হবে বলেই দাবি করেন তিনি৷
  • Link to this news (এই সময়)