• আসানসোলে তৃণমূলের শত্রুঘ্নের বিরুদ্ধে লড়বেন বিজেপি’র সুরেন্দ্র
    দৈনিক স্টেটসম্যান | ১২ এপ্রিল ২০২৪
  • নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১১ এপ্রিল? আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়ার নাম বুধবার ঘোষণা করা হয়েছে৷ আসানসোলের সাংসদ তথা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হার বিরুদ্ধে লড়বেন ‘ভূমিপুত্র’ সুরেন্দ্র৷ প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরে প্রাথমিক প্রতিক্রিয়ায় অহলুওয়ালিয়া বলেছেন, ‘এই মাত্র জেনেছি৷ প্রার্থীর তালিকা দেখেই জানলাম৷
    বৃহস্পতিবারেই আসানসোল যাচ্ছি৷’ প্রসঙ্গত, সুরেন্দ্রের ক্ষেত্রে এটাও উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে তিনি নিজে থেকে দার্জিলিঙে প্রার্থী হতে চাননি৷ সব প্রার্থীর নাম ঘোষণার শেষে বিজেপি জানায় বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী হবেন তিনি৷ সেবার দিন পনেরো সময় পেয়েছিলেন প্রচারে৷ এ বারেও নাম ঘোষণা আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের মাঝে সময় ঠিক ১৫ দিন৷ বর্ধামান-দুর্গাপুর আসনে এ বার দিলীপ ঘোষকে প্রার্থী করার পরে তিনি কোনও কথাই বলেননি৷ তবে ঘনিষ্ঠ মহলে ‘আত্মবিশ্বাসী’ সুরেন্দ্র জানিয়েছিলেন, দল তাঁকে প্রার্থী করবেই আর তিনি জিতে আসবেনই৷
    আসানসোলে সুরেন্দ্রের নাম ঘোষণার পরে রাজ্যে বিজেপির মাত্র একটি আসনেই প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল? ডায়মন্ড হারবার৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করবে, তা নিয়েই আপাতত কৌতূহল বাড়ছে৷
    প্রসঙ্গত, এই নিয়ে পরপর তিনটি লোকসভা ভোটে সুরেন্দ্রকে রাজ্যের তিনটি আসন থেকে টিকিট দেওয়া হল৷ প্রথম বার তিনি জিতেছিলেন দার্জিলিং আসন থেকে৷ সে বার তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন৷ দ্বিতীয় বার সুরেন্দ্রকে টিকিট দেওয়া হয়েছিল বর্ধমান-দুর্গাপুর আসন থেকে৷ সে বারেও তিনি জেতেন৷ তবে দ্বিতীয় বার আর তাঁকে মন্ত্রী করা হয়নি৷ তৃতীয় বারেও তাঁর আসন বদলাল৷ তাঁকে টিকিট দেওয়া হল আসানসোল থেকে৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)