• Nadia Incident: অবৈধ হোটেলে নেশার কারবার! উদ্ধার যুবকের দেহ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
    ২৪ ঘন্টা | ১২ এপ্রিল ২০২৪
  • অনুপ কুমার দাস: জাতীয় সরকারের পাশে হোটেলের মধ্য থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! জাতীয় সড়ক অবরোধ, উত্তেজিত জনতার হোটেল ভাঙচুর। স্থানীয় সূত্রে খবর, হোটেলটি সম্পূর্ণ অবৈধ। আর সেই কারণে খুন হয়েছে যুবক। এই অভিযোগ তুলে হোটেল ভাঙচুর এবং জাতীয় সড়ক অবরোধ শুরু করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার সিংহাটি এলাকায়। জানা যায়, সিংহাটি এলাকায় দীর্ঘদিন ধরে একটি হোটেল রয়েছে। এলাকাবাসীর অভিযোগ ওই হোটেলে সব সময় অবৈধ কাজকর্ম চলে। বিভিন্ন নেশা জাতীয় জিনিসের কারবার সহ অবৈধভাবে মধুচক্রের আসর বসে ওই হোটেলটিতে। 

    হোটেলটি মূলত কোন প্রভাবশালী ব্যক্তির হওয়ায় প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না বলে অভিযোগ।এর আগেও একাধিক বেআইনি ঘটনা ঘটেছে ওই হোটেলে। এদিন সকালে ওই হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের খবর স্থানীয়দের কানে,জনতা একে একে হোটেলের সামনে ভিড় জমাতে শুরু করে। এরপর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হোটেল ভাঙচুর করতে শুরু করে । দেহ আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। এরপর ৩৪ বর্তমান ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুবুলিয়া থানার  বিশাল পুলিস বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় পুলিসের। অবশেষে প্রশাসনের তদন্তের আশ্বাস পেলে অবরোধ তুলে নেয়। এলাকাবাসীর দাবি অবিলম্বে এই ঘটনায় যারা যুক্ত এবং এই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে । পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। তবে মৃত ঐ ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিস। 
  • Link to this news (২৪ ঘন্টা)