• ‘ব্যাক সিটের জন্য তৈরি থাকুন মোদি’, কোচবিহারের মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৪
  • প্রীতেশ বসু ও রবীন রায়, দিনহাটা (কোচবিহার) ও কালচিনি (আলিপুরদুয়ার): দুপুর সাড়ে ১২টা। কানায় কানায় পরিপূর্ণ দিনহাটার সংহতি ময়দান। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল আম জনতা। অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা তাঁরা দাঁড়িয়ে। হেলিপ্যাড থেকে সভামঞ্চ। পৌঁছে গিয়েছে মানুষের স্রোত। তাঁরা একবার দেখতে চান মমতাকে। বলতে চান মনের কথা, অভিযোগ। বাংলার অগ্নিকন্যা মঞ্চের বাঁদিকে র‌্যাম্পের কাছে পৌঁছতেই তাঁর কানে একে একে আছড়ে পড়ল অনুযোগ... বঞ্চনার। ভিড়ের মধ্য থেকে কয়েকজন মহিলা দাঁড়িয়ে চিৎকার করে বললেন—‘দিদি ওরা আমাদের ঘর দেয়নি। ১০০ দিনের টাকা দেয়নি। ওদের সরকার আর চাই না।’ চোয়াল শক্ত হল বাংলার মুখ্যমন্ত্রীর। নিরাশ করলেন না তিনি সেখানে হাজির হাজার হাজার মানুষকে। বক্তৃতার কিছুক্ষণের মধ্যেই বিজেপিকে লুটেরা, চোর-চিটিংবাজদের দল বলে ক্রমাগত আক্রমণ শানিয়ে গেলেন তিনি। আর নরেন্দ্র মোদিকে দিলেন চরম হুঁশিয়ারি। বললেন, ‘অন্যদের চোর বলছেন। কিন্তু আপনারা হলেন বড় ডাকাত। আপনি যদি এতই আত্মবিশ্বাসী হন, তাহলে বিজেপি কর্মীদের জায়গায় আপনার হাতিয়ার নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, এনআইএ কেন? এত ভয় কীসের? অনেকদিন হল ফ্রন্ট সিটে বসছেন। এবার ব্যাকসিটের জন্য তৈরি থাকুন। দেখুন... ব্যাকসিটেও জায়গা হয় কি না!’ সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনে দাঁড়িয়ে বিরোধীদের মোদি কটাক্ষ করেছিলেন, এবার আপনাদের দর্শক গ্যালারিতে জায়গা হবে। বিরোধী দলগুলি প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল। বলেছিল, দম্ভের বহিঃপ্রকাশ। ব্যাকসিটের প্রসঙ্গ টেনে শুক্রবার মমতা সেটাই ফিরিয়ে দিলেন মোদিকে। আর তাঁর এই তোপের সঙ্গেই গর্জে উঠল জনতা, ‘মোদি হটাও, দেশ বাঁচাও’।

    আড়াই মাসের ম্যারাথন লোকসভা ভোটপর্বের সূচনা আগামী সপ্তাহেই। প্রতিদিন বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়াচ্ছেন মমতা। এদিন সেই রেশ টেনেই নরেন্দ্র মোদি, জগৎপ্রকাশ নাড্ডা ও অমিত শাহ সহ তামাম বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দ্ব্যর্থহীন ভাষায় তাঁর ঘোষণা, ‘বাংলাই দিল্লির সরকার গড়বে।’ মহাজোট ইন্ডিয়ার সঙ্গে দিল্লিতে তাঁর দল রয়েছে। ফলে এখানে অধিকাংশ আসনে জিতিয়ে তৃণমূলের হাত আরও শক্তিশালী করার আহ্বান জানান মমতা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আত্মপ্রচারের তীব্র নিন্দা করে বলেন, ‘রেশনের ব্যাগে নিজের ছবি ছাপান। আবার একটা ইঞ্জেকশন দিলে, তাতেও মোদির ছবি। ওঁর যদি এতই আত্মপ্রচারের শখ থাকে, সিনেমায় নামুন না! মাঠে-ঘাটে অভিনয় না করে সত্যিকারের ফিল্মে আসুন। আরও বেশি আত্মপ্রচার হবে!’ 
  • Link to this news (বর্তমান)