• ডাক কর্মচারী সংগঠনের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত স্থগিত আদালতে
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি কলকাতা: প্রায় এক বছর আগে মোদি সরকার ডাক বিভাগের দুটি কর্মচারী ইউনিয়নের অনুমোদন বাতিল করেছিল। তা নিয়ে প্রতিবাদের ঝড় বয়েছিল দেশজুড়ে। বিরোধী কণ্ঠস্বর রোধ করার চেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ডাক বিভাগের কর্মীরা। কেন্দ্রের এই তুঘলকি সিদ্ধান্তের  বিরুদ্ধে তাঁরা আদালতে যান। শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্ট কেন্দ্রের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল। আদালতের এই রায়কে নৈতিক জয় হিসেবেই দেখছেন ডাক কর্মচারীরা। 

    উত্তর ভারতে কেন্দ্রের বিরুদ্ধে যে কৃষক আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, সেই আন্দোলনের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্য করে ন্যাশনাল ফেডারেশন অব পোস্টাল এমপ্লয়িজ এবং তার আওতায় থাকা ডাক কর্মীদের (গ্রুপ সি) সংগঠন অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন। পাশাপাশি তারা বাম শ্রমিক সংগঠন সিটুকেওয় আর্থিক সাহায্য করে। সিপিএমের পার্টি অফিস থেকে বই ও কেনা হয় সংগঠনগুলির নামে। আর তাতেই খেপে ওঠে মোদি সরকার। এসব ‘গর্হিত’ কাজ করার ‘অপরাধে’ দুটি সংগঠনেরই অনুমোদন বাতিল করে দেয় তারা। তা নিয়ে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ। ভারতের অন্যতম পুরনো বামপন্থী শ্রমিক সংগঠনগুলির রমরমা বন্ধ করতেই দমন নীতি নিয়েছে কেন্দ্র এমন অভিযোগ ওঠে।  অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য সম্পাদক অসিত বঙ্গবাসের কথায়, আমরা গোড়া থেকেই বলে আসছিলাম কেন্দ্রের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অবৈধ। তারা কোনওভাবেই আমাদের সংগঠনের অনুমোদন এভাবে বাতিল করে দিতে পারে না। তা নিয়েই মামলা হয় একাধিক  হাইকোর্টে। এদিন ঝাড়খণ্ড হাইকোর্টে আমাদের অনুমোদন বাতিলের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। আমরা এটিকে নৈতিক জয় হিসেবেই দেখছি। আমাদের শীর্ষ সংগঠন ন্যাশনাল ফেডারেশন অব পোস্টাল এমপ্লয়িজের অনুমোদন বাতিল সংক্রান্ত শুনানিও দিল্লি হাইকোর্টে রয়েছে। আশা করি, সেখানেও জয় পাব আমরা।
  • Link to this news (বর্তমান)