• India:‌ ইরান, ইজরায়েলে ভারতীয়দের যেতে বারণ করল বিদেশ মন্ত্রক
    আজকাল | ১৩ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ইরান ও ইজরায়েলে ভারতীয়দের যেতে বারণ করল বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে মিসাইল হামলায় অন্তত ১৩ জন মারা যান। যাঁদের মধ্যে ছিলেন দু’‌জন সেনাকর্তাও। এই হামলার পিছনে ইজরায়েলের হাত রয়েছে বলে দাবি ইরানের। তারপর থেকেই ইজরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ইরান। তবে রমজান মাস থাকায় কোনও পদক্ষেপ করেনি ইরান। উৎসব পর্ব কেটে যাওয়ার পর এবার সেই হামলার সম্ভাবনা বাড়তে শুরু করেছে। মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, ইরান যে কোনও সময় ইজরায়েলে হামলা চালাতে পারে। মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ ও উত্তর ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান। যদিও ইরান এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। যদিও ইরানের তরফে বলা হয়েছে, ইজরায়েলের মাটিতে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এরপরই শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই সতর্কবার্তা জারি করা হয়। একই সতর্কবার্তা দেশের নাগরিকদের জন্য জারি করেছে আমেরিকা, রাশিয়াও। 
  • Link to this news (আজকাল)