• Switzerland-Cameroon: শাকিরিদের প্রাক্তন সতীর্থের মৃত্যুতে ম্লান সুইৎজারল্যান্ডের জয়
    আজকাল | ২৫ নভেম্বর ২০২২
  • সুইৎজারল্যান্ড - ১ (এম্বোলো)

    ক্যামেরুন - ০

    আজকাল ওয়েবডেস্ক: ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সুইৎজারল্যান্ড।

    কিন্তু নব্বই মিনিটের শেষে সেই জয় ম্লান। আনন্দ নয়, এককালীন সতীর্থকে হারানোর বিষাদে ডুবলেন শাকিরিরা। বৃহস্পতিবার রাতে নামবে রোনাল্ডো, নেইমার। তার আগের দুটো ম্যাচের মধ্যে সুয়ারেজের ম্যাচের খানিকটা গুরুত্ব থাকলেও সুইৎজারল্যান্ড-কামেরুন ম্যাচের আলাদা কোনও ইউএসপি ছিল না। কিন্তু শেষপর্যন্ত যথেষ্ট ঘটনাবহুল হয় ম্যাচটি। বিশ্বকাপের ম্যাচ খেলতে নামার আগে সতীর্থের মৃত্যুর দুঃসংবাদ পান সুইৎজারল্যান্ডের ফুটবলাররা। আত্মহত্যা করেন একসময়ের সম্ভাবনাময় ফুটবলার করিম গাজেট্টা। সুইৎজারল্যান্ডের অনূর্ধ্ব-২০ দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। শাকিরি, আকেঞ্জিদের সঙ্গে খেলেছেন। বর্তমানে বসনিয়ার একটি ক্লাবে খেলছিলেন। মানসিক অবসাদে ভুগছিলেন। একটি বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। চলতি মরশুমে ছন্দে ছিলেন না। জানা গিয়েছে, সেটাই অবসাদের প্রাথমিক কারণ। ক্যামেরুনের বিরুদ্ধে নামার ঠিক আগে এই খবর পায় সুইৎজারল্যান্ডের ফুটবলাররা। খানিকক্ষণ পরে বিশ্বকাপের প্রথম হয় মৃত ফুটবলারকে উৎসর্গ করে সুইৎজারল্যান্ড।

    এদিকে মাঠেও ঘটল এক বিরল ঘটনা। ম্যাচের ৪৮ মিনিটে ব্রিল এম্বোলোর করা একমাত্র গোলে জেতে সুইসরা। বিশ্বকাপে জীবনের প্রথম গোল। কিন্তু কোনও সেলিব্রেশন নেই। গোলের পর একেবারে নিশ্চুপ এম্বোলো। তার কারণ কী জানেন? জন্মভিটের বিরুদ্ধে গোল। জন্মসূত্রে ক্যামেরুনের ফুটবলার। কিন্তু বাসিন্দা সুইৎজারল্যান্ডের। তাই নিজের প্রকৃত দেশের বিরুদ্ধে গোল পেয়ে আবেগহীন ২৫ বছরের স্ট্রাইকার। তবে এদিন সহজে জয় পায়নি সুইসরা। যথেষ্ট বেগ দেয় ক্যামেরুন। কিন্তু গোলমুখ খুলতে ব্যর্থ। সেই সুযোগ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলল রজার ফেডেরারের দেশ।
  • Link to this news (আজকাল)