• Arrest: ‌সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে ও শ্যালক 
    আজকাল | ২৫ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশ থেকে সোনা পাচারের অভিযোগে কলকাতা থেকে ডিআরআইয়ের হাতে গ্রেপ্তার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে এবং আত্মীয়।

    তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে। 

    জানা গেছে ধৃত শুভ আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর ছেলে। ধৃত অমিত ঘোষ সম্পর্কে শঙ্কর আঢ্যর শ্যালক। গত মাসে বনগাঁ সীমান্ত থেকে ২ জনকে গ্রেপ্তার করে সোনা পাচারের মূল চক্রী হিসেবে এই দু’জনের নাম জানতে পারেন তদন্তকারীরা। এরপরই শুভ ও অমিতকে গ্রেপ্তার করে ডিআরআই।

    প্রসঙ্গত গত অক্টোবর মাসে বনগাঁয় বাংলাদেশ সীমান্ত থেকে ২ কেজি সোনা–সমেত অনুপম মিত্র ও অনীক মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদে বেশ কিছু তথ্য আসে তদন্তকারীদের হাতে। জানা যায়, বাংলাদেশ থেকে সোনা এনে এখানে গয়না তৈরি করা হত। সেই গয়না আবার পাচার হত বাংলাদেশে। অনুপম ও অনীকের মোবাইলের কললিস্ট পরীক্ষা করে অমিত ঘোষের নাম হাতে পান তদন্তকারীরা। এরপর মেলে শুভ আঢ্যর নাম। কলকাতা থেকে বৃহস্পতিবার দু’জনকে গ্রেপ্তার করে ডিআরআই। 
  • Link to this news (আজকাল)