• ২৪ ঘণ্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৪
  • ডিসি: রাশিয়া-ইউক্রেনের পর ফের এক মহাযুদ্ধের আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে বিশ্বকে। যে কোনও সময় ইরান ইজরায়েলে হামলা চালাতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। আর সেই জল্পনা আরও জোরালো হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যে। গত বছর ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের রক্তক্ষয়ী জঙ্গি হানা ও  ইজরায়েলের কড়া প্রতিক্রিয়ার সময় থেকেই মুসলিম বিশ্বের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। ইরান সমর্থিত লেবাননের বাহিনী হিজবুল্লার সঙ্গে ইজরায়েলের সেনার ছায়াযুদ্ধও চলছে সমানে। এরই মধ্যে দামস্কাসে দূতাবাসে ইজরায়েলি মিসাইল হানায় ইরানের এক উচ্চ আধিকারিকের মৃত্যুতে চরমে পৌঁছেছে টানাপোড়েন। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ইরানের তরফ থেকে সরাসরি হামলার ব্যাপারে সতর্ক করলেন ইজরায়েলকে। একটি বিবৃতিতে তিনি বলেন, ‘আমি গোপনীয় তথ্য সামনে আনতে চাই না, কিন্তু আজ নয়তো কাল হামলার জন্য সবাই প্রস্তুত থাকুন।’ যদিও একইসঙ্গে ইরানকে হামলা না চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন বাইডেন। মার্কিন ইন্টেলিজেন্স সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানের দিক থেকে মিসাইল ও ড্রোন মারফত হামলা শুরু হতে পারে ইহুদি রাষ্ট্রের উপর। সাম্প্রতিকতম সৈন্য সমীক্ষাগুলি থেকে জানা যায়, ইরানের কাছে এই মুহূর্তে ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলের সম্ভার রয়েছে যা ২০০০ কিমি দূর থেকে শত্রুর উপর হামলা চালাতে সক্ষম। এমনটা হলে গোটা মধ্যপ্রাচ্যই এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
  • Link to this news (বর্তমান)