• ৭০ ফুট গভীর বোরওয়েলে পড়ে গেল ৬ বছরের শিশু, চলছে উদ্ধারকাজ
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৪
  • ভোপাল: খেলতে খেলতে ৭০ ফুট গভীর বোরওয়েলে পড়ে গেল ৬ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে, গতকাল, শুক্রবার বিকেলে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। জানা গিয়েছে, গতকাল বিকেলে গমক্ষেতে বন্ধুদের সঙ্গে খেলছিল বছর ছয়ের ময়ুর। এমন সময় খোলা বোরওয়েলে পড়ে যায় সে। বন্ধুরা তাকে বের করে আনার চেষ্টা করলেও সফল হয়নি। পুলিস সূত্রে জানা গিয়েছে, ৭০ ফুট গভীর বোরওয়েলে প্রায় ৪০ ফুট গভীরে আটকে রয়েছে শিশুটি। গতকাল থেকেই রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে। জেসিবি দিয়ে একটি সমান্তরাল সুড়ঙ্গ খোঁড়ার কাজও শুরু হয়েছে। একটি পাইপের সাহায্যে অক্সিজেন পৌঁছনো হচ্ছে আটকে পড়া শিশুর কাছে। এদিকে বৃষ্টির কারণে ব্যাঘাত ঘটছে উদ্ধারকাজে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রেওয়ার জেলাশাসক সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। একটি সিসি ক্যামেরা বোরওয়েলের ভিতরে ঢুকিয়ে আটকে পড়া শিশুটির অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মাঝখানে বেশকিছু জিনিস আটকে থাকায় ক্যামেরায় তাকে এখনও দেখা যায়নি। ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ১৯ ঘণ্টারও বেশি সময়। এখনও চলছে উদ্ধারকাজ। যত সময় যাচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে শিশুটিকে নিয়ে। একইসঙ্গে উন্মুক্ত বোরওয়েলের সমস্যা নিয়েও প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব নাগরিকমহলের একাংশ।

     
  • Link to this news (বর্তমান)