• ফের নির্বাচনে লড়বেন ইন্দিরার হত্যাকারীর ছেলে
    দৈনিক স্টেটসম্যান | ১৩ এপ্রিল ২০২৪
  • চন্ডীগড়, ১২ এপ্রিল? এবার তৃতীয়বার নির্বাচনে নিজের ভাগ্য পরীক্ষা করতে চলেছেন প্রাক্তন প্রধনামন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যাকারীর ছেলে! বিয়ন্ত সিং-এর ছেলে সর্বজিৎ সিং খালসা নামের ওই ব্যক্তি পাঞ্জাবের ফরিদকোট থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন৷ বিয়ন্ত সিং ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্যতম হত্যাকারী৷
    তবে এই প্রথম নয়৷ এর আগে ২০১৯ সালে বহুজন সমাজবাদী পার্টির টিকিটেও সর্বজিৎ ভোটে লডে়ছেন৷ লডে়ছিলেন ২০১৪ সালেও৷ তার আগে ২০০৭ সালে বিধানসভা নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ কিন্ত্ত কোনওবারই জিততে পারেননি৷ তবু এবারও ৪৫ বছরের সর্বজিৎ ভোটে দাঁডি়য়েছেন৷ শিক্ষার যোগ্যতা হিসেবে দ্বাদশ শ্রেণি অনুত্তীর্ণ সর্বজিৎ বিপুল ধনসম্পত্তির মালিক৷ ২০১৪ সালে নির্বাচনে লড়ার সময় তিনি তাঁর সম্পত্তি ঘোষণা করেছিলেন৷ দেখা যায় সব মিলিয়ে সাডে় তিন কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক সর্বজিৎ৷ তাঁর মা বিমল কউর ও ঠাকুর্দা সুচা সিং ১৯৮৯ সালে লোকসভা নির্বাচনে লডে় সাংসদ হন যথাক্রমে রোপার ও বাথিন্ডা থেকে৷
    প্রসঙ্গত, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধিকে গুলি করে হত্যা করেন তাঁর দুই দেহরক্ষী বিয়ন্ত সিং ও সতবন্ত সিং৷ বিয়ন্ত ইন্দিরাকে গুলি চালানোর পর নিজের হাতের আগ্নেয়াস্ত্র ছঁুডে় ফেলে দেন এবং বলে ওঠেন, ‘‘আমার যা করার ছিল করেছি৷ এবার তোমাদের যা ইচ্ছা তা করতে পারো৷” পরে এক রক্ষীর কথায় উত্তপ্ত হয়ে জলের পাত্র ছঁুডে় মারেন তিনি৷ এরপরই অন্য রক্ষীদের গুলিতে ঝাঁজরা হয়ে যান বিয়ন্ত৷ অন্য হত্যাকারী সতবন্তকে পরে ফাঁসি দেওয়া হয়৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)