• নববর্ষের শপথ
    দৈনিক স্টেটসম্যান | ১৩ এপ্রিল ২০২৪
  • সমর পাল
    আলিয়া ও তানিয়া দুই বন্ধু৷ ওরা দুজনে একই পাড়ায় থাকে৷ ওদের বাডি়ও পাশাপাশি৷ দুজনেই যেমন মন দিয়ে পড়াশোনা করে তেমনি একসঙ্গে খেলাধুলোও করে৷ যেকোনো উৎসবে একে অপরের বাডি়তে যায়৷ উৎসবের ভালোমন্দ খাওয়া দাওয়া করে আনন্দ উপভোগ করে৷
    বন্ধু আলিয়ার নিমন্ত্রণে তানিয়া আলিয়ার বাডি়তে গিয়েছিল পবিত্র ঈদের অনুষ্ঠানে৷ আলিয়ার মা তানিয়াকে আদর করে নতুন জামা দিয়েছে৷ ওরা একসঙ্গে বিরিয়ানিও খেয়েছে৷ ঈদের দিনে ওরা দুজন মিলে খুব আনন্দ করেছে৷ সারাদিন খেলা করে তানিয়া সন্ধ্যাবেলায় নিজের বাডি়তে ফিরে যায়৷ তানিয়া বাডি়তে এসে মাকে নতুন জামা দেখায়৷ তানিয়ার খুব পছন্দ হয়েছে জামাটা৷ তানিয়া ওর মাকে বলে ওই নতুন জামাটা নববর্ষের দিন পড়বে৷ তানিয়ার মা বলল ঠিক আছে৷ নববর্ষের দিন আলিয়াকে আমাদের বাডি়তে আসতে বলিস৷ সারাদিন এখানে থেকে আনন্দ করবে৷
    তানিয়া পরদিন গিয়ে আলিয়াকে নেমন্তন্ন করে আসে নববর্ষের দিন সকাল সকাল ওদের বাডি়তে আসার জন্য৷ আলিয়াও খুশি হয়ে জানায় নববর্ষের দিন তানিয়ার বাডি়তে যাবে৷
    নববর্ষের দিন সকালে আলিয়া তানিয়াদের বাডি়তে আসে৷ তানিয়ার মা আলিয়াকে আদর করে ঘরে ডেকে নেয়৷ আলিয়াকে দেখে তানিয়া খুব খুশি হয়৷ আলিয়াকে জডি়য়ে ধরে তানিয়া বলে আজ সারাদিন খুব মজা হবে৷ দুজনে মিলে খুব আনন্দ করবো৷ তানিয়ারা তখন দুজনেই খেলাতে মন দেয়৷ এরমধ্যে তানিয়ার মা ওদের টিফিন খেতে দেয়৷ মা বলে আগে তোমরা খেয়ে নাও পরে খেলাধুলা করবে৷ মা’র কথা শুনে দুজনেই টিফিন খেয়ে নেয়৷ টিফিন খাওয়ার পর দু?জনেই বাডি়র বাগানে খেলা শুরু করে৷
    তানিয়াদের দুটো খরগোশ আছে৷ ওরা বাগানে ঘুরে বেড়ায়৷ আলিয়া খরগোশের গায়ে হাত বুলিয়ে আদর করে৷ নিজের হাতে ওদের খেতে দেয়৷ বেশ কিছুক্ষণ ওদের নিয়ে বাগানে খেলাধুলো করে৷
    তানিয়ার বাডি়তে মা, গণেশ ও লক্ষ্মী ঠাকুরের পুজো করবেন৷ নববর্ষের দিন প্রতিবছরই ধুমধাম করে এই পুজো হয়৷ বাডি়র বাগানের আম গাছ থেকে আম পল্লব নিয়ে সাজানো হয়৷ সঙ্গে ফুলের মালা তো আছেই! তানিয়ার বাবা ফুল দিয়ে সুন্দর করে ঘর সাজিয়ে দেয়৷ নববর্ষের নতুন সাজে তানিয়া ও আলিয়াকে দেখতে ভালো লাগছে৷ দুপুরে পুজোর পর সবাই মিলে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নেয়৷
    বিকেলে তানিয়ার মা ওদের নিয়ে চড়ক মেলায় যায়৷ চড়ক মেলায় নাগড়দোলায় চড়বে বলে তানিয়া বায়না ধরে৷ তানিয়ার কথা মতো মা তানিয়া ও আলিয়াকে নাগড়দোলায় চড়ায়৷ নাগড়দোলায় উঠে ওরা খুব মজা করে তারপর মেলায় ঘুরে বেড়ায়৷ তানিয়ার মা ওদের অনেক খেলনা কিনে দেয়৷ খেলনা পেয়ে ওরা খুব খুশি হয়েছে৷ দুজনে মেলায় আইসক্রিম খেয়েছে৷ মেলায় ঘুরে ওদের খুব ভালো লেগেছে৷ তানিয়া ও আলিয়া হাত ধরাধরি করে মেলার মধ্যে ঘুরেছে৷ ভিডে় সবসময় মায়ের সঙ্গেই ওরা থেকেছে৷ মায়ের থেকে দুজনে দুটো গ্যাস বেলুন কিনেছে৷ ওরা যেদিকেই হেঁটেছে সঙ্গে বেলুন দুটো ওদের সঙ্গে মাথার উপরে উডে়ছে৷ যেন একই বৃন্তে দুটো ফুল৷ ওরা যতই মেলায় ঘুরছে ততই আনন্দে মেতে উঠেছে৷ এত খুশি ওদের মধ্যে আগে কখনো দেখা যায়নি৷
    মেলায় ঘুরে ওরা খুব ক্লান্ত হয়ে পডে়৷ তানিয়ারা তখন মেলায় একটা খাবারে দোকানে বসে খাবার খায়৷ তানিয়াদের পছন্দ মতো খাবার খেতে খেতে ওরা দেখে দোকানের সামনে একটা ছোট ছেলে ওদের দিকে তাকিয়ে আছে৷ মনে হয় খুব খিদে পেয়েছে৷ তানিয়া তখন নিজের থালা থেকে একটা মিষ্টি নিয়ে ছেলেটাকে দিতে যায়৷ তানিয়ার মা তানিয়াকে বলে তুমি তোমার খাবার খাও৷ আমি ছেলেটার জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছি৷ তানিয়ার মা ছেলেটাকে চেয়ারে বসতে দিয়ে ওর জন্য খাবার এনে দেয়৷ ক্ষুধার্ত ছেলেটি খাবার খেয়ে উঠে দাঁড়ায়৷ মা তখন ছেলেটিকে বলে এবারে তুমি বাডি়তে ফিরে যাও৷ আর এই প্যাকেটটাও বাডি়তে নিয়ে যাও৷ এতেও খাবার রয়েছে বাডি়র সবাইকে দিও৷ ছেলেটি কৃতজ্ঞতায় বাডি় ফিরে যায়৷
    ছেলেটার প্রতি মায়ের এই সহানুভূতি দেখে তানিয়া অবাক হয়ে যায়৷ মা তানিয়াদের বলে তোমরা নববর্ষে শপথ নাও সব সময় গরিব দুঃখীদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবে৷ আলিয়া ও তানিয়া শপথ নেয় তারাও সব সময় গরিবদের সাহায্য করার জন্য এগিয়ে যাবে৷
    সন্ধ্যে হতেই ওরা সবাই বাডি় ফিরে আসে৷ মেলায় ওরা ঘুরে খুব খুশি হয়েছে৷ বাডি় ফিরে তানিয়ার মা আলিয়াকে নিয়ে ওদের বাডি়তে পৌঁছিয়ে দেন৷ আলিয়ার মা’ও খুশি হয়ে তানিয়ার মাকে ধন্যবাদ জানায়৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)