• ভুয়ো আধার দেখিয়ে কলকাতার ৪টি হোটেলে রাত কাটায় বেঙ্গালুরু বিস্ফোরণে ২ ধৃত!
    হিন্দুস্তান টাইমস | ১৩ এপ্রিল ২০২৪
  • সম্প্রতি পূর্ব মেদিনীপুরের দিঘার এক হোটেল থেকে গ্রেফতার হয়েছে বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডের দুই অভিযুক্ত মাতিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিব। এই দুই জঙ্গির গ্রেফতারির পরই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বাংলার পুলিশই নাকি ধরে দিয়েছে এই জঙ্গিকে। তবে এরই মাঝে জানা গেল, বিগত ২৮ দিন ধরে পশ্চিমবঙ্গেই গা ঢাকা দিয়ে ছিল এই দুই জঙ্গি। খাস কলকাতায় একের পর এক হোটেলে তারা রাত কাটিয়েছে। হোটেলের রেজিস্টারে নাম নথিভুক্ত করানোর সময় ভুয়ো পরিচয় দিয়েছে। হোটেল কর্তৃপক্ষকে নাকি দেখিয়েছিল 'ভুয়ো' আধার কার্ড। এরই মধ্যে এবার একবালপুরের এক হোটেলের সিসিটিভি ফুটেজে এই দুই জঙ্গির ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (জানা গিয়েছে, একবালপুরের এক হোটেলে চারদিন ছিল এই দুই জঙ্গি। কলকাতায় মোট ৮ দিন কাটিয়েছিল তারা। এছাড়া পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে পুরুলিয়াতেও থেকেছিল এই দুই জঙ্গি। শেষ পর্যন্ত তারা ধরা পড়ে দিঘার এক হোটেল থেকে। এদিকে একবালপুরের যে হোটেলের ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেই হোটেলে নাকি তারা ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ছিল। তবে একবালপুরের সেই 'গেস্টহাউজে' নাকি ভুয়ো আধার কার্ড দেখিয়ে উঠেছিল দুই জঙ্গি। এর আগে নাকি ২১ মার্চ খিদিরপুরের একটি হোটেলে উঠেছিল তারা। (জানা গিয়েছে, ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ ঘটিয়েই পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিল মাতিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিব। জানা গিয়েছে, শিলিগুড়ি ও দার্জিলিং, পশ্চিমে পুরুলিয়া, দক্ষিণবঙ্গে কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের এগরা, কাঁথি ও দিঘায় গা ঢাকা দিয়েছিল এই দুই জঙ্গি। কলকাতায় অন্ততপক্ষে ৪টি হোটেলে থেকেছিল এই জঙ্গিরা। সব মিলিয়ে কলকাতায় মোট ৮ বার ডেরা বদলায় এই জঙ্গিরা। ১৪ মার্চ থেকে ২১ মার্চ দার্জিলিং এবং পুরুলিয়ায় সময় কাটিয়েছিল এই দুই জঙ্গি। দার্জিলিঙে তারা ৩ দিন ছিল এবং পুরুলিয়ায় ছিল ২ দিন। পরে কলকাতায় আসে তারা। ২১ মার্চ বিকেলে খিদিরপুরের গেস্ট হাউসে ওঠে ওই দু'জন। তবে সেদিন নাকি খিদিরপুরের হোটেলের ফটোকপি মেশিন খারাপ ছিল, তাই দুই জঙ্গির পরিচয়পত্রের প্রতিলিপি করে রাখা হয়নি। ২২ মার্চ সেই হোটেল থেকে চলে যায় তারা। এদিকে হোটেলের যে খাতায় তারা তাদের ভুয়ো নাম পরিচয় লিখেছিল, তদন্তে গিয়ে তদন্তকারীরা দেখতে পান, সেই পাতা ছেঁড়া। এদিকে খিদিরপুরের হোটেল কর্তৃপক্ষের দাবি, দুই জঙ্গি ভাড়া না মিটিয়েই পালিয়ে গিয়েছিল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)