• ‘ব্যথা পেয়ে প্রতিবাদ’! প্রচারে গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অহলুওয়ালিয়া
    আনন্দবাজার | ১৩ এপ্রিল ২০২৪
  • প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়াকে। শনিবার আসানসোল লোকসভার অন্তর্গত কুলটি বিধানসভার এলসি মোড় থেকে কেন্দুয়া বাজার হয়ে কুলটি থানার মোড় পর্যন্ত একটি রোড-শো ছিল বিজেপি প্রার্থীর। সেই রোড-শো কেন্দুয়া বাজারে পৌঁছতেই বেশ কয়েক জন বিজেপি কর্মী-সমর্থককে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায়। এর মধ্যে এক বিক্ষোভকারী জিশান কুরেশির অভিযোগ, বিজেপির একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও লোকসভা প্রার্থীর প্রচারে আসার ব্যাপারে তাঁদের জানানো হয়নি। আর সেই কারণেই ‘ব্যথিত’ বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে ওই বিজেপি কর্মীর অভিযোগ, কুলটির বর্তমান বিধায়কের অজয়কুমার পোদ্দারের ছেলে গরু পাচারের সঙ্গে যুক্ত। আর সেই কারণেই কুলটিবাসীরা এ বার বিজেপিকে ভোট দেবেন না বলেও তাঁর দাবি।

    পুরো বিষয়টি নিয়ে কেন্দুয়া বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও যাঁকে ঘিরে বিক্ষোভ সেই অহলুওয়ালিয়া বলেন, ‘‘খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার নাম ঘোষণা করেছেন আসানসোলের বিজেপি প্রার্থী হিসাবে। অথচ এক জন কর্মী যদি তা মেনে না নেন, তো কী করার আছে?’’
  • Link to this news (আনন্দবাজার)